কলকাতা, 14 অগস্ট: সরকারি নির্দেশ অমান্য করে বহরমপুরে গঙ্গা তীরে অবৈধ দখলদারির অভিযোগ তুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী । সুরাহা চেয়ে রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বহরমপুরের সাংসদ (Adhir writes letter to CM on Illegal encroachment on Ganges banks) ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে পাঠানো চিঠিতে অধীর চৌধুরী লিখেছেন, "আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই, সরকারি আদেশের গুরুতর লঙ্ঘন হচ্ছে । ভারত সরকারের আদেশ অনুসারে, নিয়ম লঙ্ঘন করে বাইরের সীমানা থেকে রাজ্য সরকার কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত 200 মিটার বা এর বেশি দূরত্বের মধ্যে কোনও নির্মাণ কার্যক্রম অনুমোদিত হবে না । কিন্তু বহরমপুরে বহাল তবিয়তে গঙ্গা নদীর পাড় দখল চলছে । আমার সংসদীয় নির্বাচনী এলাকা বহরমপুরে গঙ্গা নদীর বাইরের সীমানা থেকে 200 মিটারের মধ্যে প্রচুর নির্মাণ কাজ চলছে ।"