কলকাতা, 10 ডিসেম্বর : পৌর ভোটের আবহাওয়া শান্তিতে থাকবে কি না, তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মর্জির ওপর নির্ভর করবে । শুক্রবার বিধানভবনে পৌর ভোটের ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । 121টি ওয়ার্ডে প্রার্থী দিচ্ছে প্রদেশ কংগ্রেস । বাকি 23টি ওয়ার্ডে প্রার্থী না-দেওয়ার কারণ জোটের বাধ্যতা নয়, বরং অপারগতা । যা খোলাখুলি স্বীকার করেন তিনি । এমনকি তিনি এও জানান, মেয়র হবার মত তাদের ক্ষমতা নেই ৷ তাই এখনই কোন মেয়র মুখ সামনে রেখে লড়াইয়ে নামছে না কংগ্রেস (Adhir says congress does not have any face for mayor in KMC election) ৷
তিনি বলেন, "মেয়র হবার মত আমাদের ক্ষমতা নেই, তাই মেয়রের মুখ আমরা করিনি এখনও৷" তবে কংগ্রেসের ভাল ফল নিয়েও তিনি যে আশাবাদী তাও জানাতে ভোলেননি প্রদেশ কংগ্রেস সভাপতি৷ একইসঙ্গে জোট প্রসঙ্গেও শুক্রবার খুল্লামখুল্লা মত রাখলেন অধীর৷ তিনি পরিষ্কার বলেন, "বামফ্রন্ট আমাদের জন্য অপেক্ষা করেনি । তারা সবার আগে ইস্তাহার প্রকাশ করেছে । আমরা আমাদের শক্তি অনুযায়ী 121টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছি । যদি সবকটাতে দেওয়ার ক্ষমতা থাকত তাহলে তাই দিতাম । ওয়ার্ড ছেড়ে জোট সৌজন্য দেখানোর কোনও ইচ্ছে নেই ৷" আগে তিনিই বলেছিলেন পৌর ভোটে এলাকা ভিত্তিক শক্তির ওপর জোট ভাগ্য নির্ভর করবে । এদিন তাঁর এই বক্তব্য আগের বক্তব্যের একেবারে বিপরীত ।