কলকাতা, 13 নভেম্বর: পঞ্জাব, রাজস্থানে পেট্রল-ডিজেলের উপর থেকে ভ্যাট কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে কংগ্রেস সরকার । বাংলাকেও সেই পথে হাঁটতে হবে বলে দাবি জানিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে এত দিন সরব হলেও, নিজের রাজ্যে মমতা মানুষকে রেহাই দিচ্ছেন না বলে চিঠিতে অভিযোগ করেছেন অধীর ।
শনিবার মমতা পাঠানো চিঠিতে অধীর লেখেন, ‘কংগ্রেসশাসিত রাজ্যগুলি পেট্রোপণ্যের মূল্যহ্রাস করতে উদ্যোগী হয়েছে ৷ যাতে মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধির ব্রজআঁটুনি থেকে একটু নিস্তার পান সাধারণ মানুষ...প্রকাশ্যে এনিয়ে আপনিও সরব হয়েছিলেন ৷ কিন্তু মূল্য নিয়ন্ত্রণে এখনও পর্যন্ত তেমন কোনও পদক্ষেপ করেননি আপনি ৷ কংগ্রেসশাসিত রাজ্যগুলি দাম কমালে, বাংলা কেন সেই পথে হাঁটছে না ৷ বাংলার মানুষকে দুর্ভোগ পোহাতে ছেড়ে দেওয়া হয়েছে ৷ আপনার কাছে অনুরোধ, পেট্রোপণ্যের দাম নিম্নমুখী করতে পদক্ষেপ করুন ৷’
আরও পড়ুন:Dilip Ghosh : আর ফিল্মস্টার নয়, পৌরভোটে একনিষ্ঠ কর্মীদেরই প্রার্থী চান দিলীপ
গত এক বছরের বেশি সময় ধরে লাগাতার পেট্রল-ডিজেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে ৷ তা নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণের মুখে পেট্রল-ডিজেলের উপর থেকে উৎপাদন শুল্ক সামান্য কমায় কেন্দ্রীয় সরকার ৷ লিটার প্রতি পেট্রলের উপর থেকে 5 টাকা এবং লিটার প্রতি ডিজেলের উপর থেকে 10 টাকা উৎপাদন শুল্ক কমিয়ে নেয় তারা ৷ দেখাদেখি বিজেপিশাসিত রাজ্যগুলিতেও পেট্রল-ডিজেলের উপর থেকে ভ্যাট কমানো হয় ৷