কলকাতা, 30 জুলাই: "বাংলার মুখ্যমন্ত্রী কে ? পিসি না ভাইপো ? সেটা সরকারই ঠিক করুক ৷ কিন্তু, যোগ্য প্রার্থীরা চাকরি পাক ৷" চাকরির দাবিতে আন্দোলনে অনড় এসএসসি উত্তীর্ণদের পাশে দাঁড়িয়ে একথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ শনিবার কলকাতার ধর্মতলায় গান্ধি মূর্তির পাদদেশ পর্যন্ত প্রতিবাদ মিছিল করে কংগ্রেস ৷ ইস্যু, রাজ্য়ের নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) এবং সেই সংক্রান্ত যাবতীয় ঘটনাক্রম ৷ মিছিলের পর পথসভার ধাঁচে বক্তৃতা দেন অধীর ৷ সেখানেই রাজ্য সরকারের সমালোচনায় সরব হন তিনি ৷ সরাসরি নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (Abhishek Banerjee) ৷
নিয়োগ দুর্নীতির প্রতিবাদে পথে নেমেছে বিরোধীরা ৷ বাম, বিজেপি, কংগ্রেস- বাদ নেই কেউ ৷ সব পক্ষই নিজের নিজের মতো করে বিক্ষোভ, আন্দোলন করছে ৷ এদিকে, এসএসসি চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ ইতিমধ্যে 500 দিন অতিক্রম করে গিয়েছে ৷ শুক্রবার তাঁদের একাংশের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ যা নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক ৷