কলকাতা, 6 মার্চ: বামপন্থী যুবরা আনিশ খানের মৃত্যুর ঘটনা নিয়ে রাস্তায় নেমেছে। সরব হয়েছেন একাধিক বামপন্থী নেতা। এবার সুর চড়াল প্রদেশ কংগ্রেস কমিটি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সাংবাদিক সম্মেলনে মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং শাসকদলকে কাঠগড়ায় তুলেছেন (Adhir Slams Mamata)। শনিবার দুপুরে আনিশের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দিয়ে আসে রাজ্য কংগ্রেস নেতৃত্ব।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন,"আনিশের মৃত্যুতে বাংলা শোকার্ত। সারা বাংলার মানুষকে কষ্ট দিয়েছে। মানুষ জানতে চাইছে রহস্য কী। কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। লুকোচুরি খেলা চলছে। প্রতিবাদী বাংলার যুবককে হত্যার ঘটনা তৃণমূল সরকার যেভাবে ধামাচাপা দিচ্ছে তা লজ্জার। সবাইকে বোকা ভাবা হচ্ছে। পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। খরিদ করারও চেষ্টা চলছে। সরকার সরাসরি যুক্ত। এর থেকে দোষীরা মুক্তি পাবে না। আমরা আদালতে বিচার চাইতে যাব। মানবাধিকার কমিশনে যাব। এটাই বাংলার তৃণমূলের আসল চেহারা। ভোটে মোদি-দিদি সাম্প্রদায়িক রাজনীতি করে থাকেন। মুসলমান এলাকায় মমতা বন্দোপাধ্যায় বুঝিয়েছিলেন তিনি রক্ষা করবেন। কিন্তু এখন প্রশ্ন হল এই ঘটনায় মুখ্যমন্ত্রী নিশ্চুপ কেন? আমার প্রশ্ন ভোটের সময় মুসলমান, ভোট ফুরলেই জাহান্নাম।"