কলকাতা, 17 অগস্ট: ফের গরুপাচার (West Bengal Cattle Smuggling Case) নিয়ে সরব বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ তাঁর অভিযোগ, মুর্শিদাবাদ জেলার সীমান্ত এলাকাগুলি-সহ পশ্চিমবঙ্গের সবক'টি সীমান্ত দিয়েই দীর্ঘ কয়েক বছর ধরে গরুপাচার হয়ে আসছে ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধীর জানান, এ রাজ্যে গরু পাচারের রমরমা কারবার নিয়ে অনেক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তথ্য দিয়েছেন তিনি ৷ এমনকী, গরু পাচারের ভিডিয়োও হিন্দি ভাষায় 'ডাবিং' করে প্রধানমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছেন ৷
অধীরের দাবি, মুর্শিদাবাদের বেকার যুবকদের গরু পাচারের সঙ্গে যুক্ত করা হয়েছে ৷ কাজের সুযোগ না থাকাতেই তাঁরা পাচারের সঙ্গে যুক্ত হতে বাধ্য হয়েছেন ৷ তাঁদের পাচারকারী বানিয়ে দেওয়া হয়েছে ৷ এখানে জাতীয় সড়কের উপর দিয়ে প্রকাশ্য়ে গরু নিয়ে যাওয়া হয় ৷ সবাই সব জানে ৷ হাইওয়ে দিয়ে গরুর পাল হাঁটিয়ে নিয়ে যায় পাচারকারীরা ৷ এসব কোনও নতুন ঘটনা নয় ৷ দক্ষিণে 24 পরগনা থেকে উত্তরে কোচবিহার পর্যন্ত সর্বত্রই গরু পাচারের কারবার চলে ৷ এতে সরকারের রাজস্ব ক্ষতি হয় ৷ কিন্তু, নির্দিষ্ট কিছু মানুষের পকেট ভর্তি হয় ৷ গোটা ঘটনায় রাজ্য সরকার ও প্রশাসনের প্রত্যক্ষ মদত রয়েছে বলেও আরও একবার অভিযোগ করেন অধীর ৷