পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

প্রতিবাদ মিছিল ঘিরে প্রদেশ কংগ্রেসের দ্বন্দ্ব প্রকাশ্যে - প্রতিবাদ মিছিল ঘিরে প্রদেশ কংগ্রেসের দ্বন্দ্ব প্রকাশ্যে

দিল্লির হিংসাত্মক ঘটনার প্রতিবাদে সারা দেশের সঙ্গে এ রাজ্যেও প্রতিবাদ মিছিল করছে কংগ্রেস ৷ কলকাতায় সেই মিছিলে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরিকে আমন্ত্রণ জানানো নিয়ে টালবাহানা ৷ দলীয় নেতৃত্বের একাংশের অভিযোগ, প্রদেশ কংগ্রেসকে চালাচ্ছেন সোমেন মিত্রর স্ত্রী ও ছেলে ৷

Adhir Chawdhuri on Pradesh Congress inner clash
কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি

By

Published : Feb 29, 2020, 6:27 AM IST

কলকাতা, 29 ফেব্রুয়ারি : দিল্লির হিংসার বিরুদ্ধে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে প্রকাশ্যে প্রদেশ কংগ্রেসের দ্বন্দ্ব ৷ দক্ষিণ কলকাতায় প্রদেশ কংগ্রেসের প্রতিবাদ মিছিলে যোগদানের পরিবর্তে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরিকে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের আরেকটি মিছিলে যেতে বলা নিয়ে শুরু হয় সমস্যা ৷ যা নিয়ে দলীয় নেতৃত্বের একাংশ ক্ষোভ প্রকাশ করে ৷ পরে অবশ্য ওই মিছিলেও যোগ দেন কংগ্রেস সাংসদ ৷

গতকাল নির্বাচন কমিশনের দপ্তর থেকে বেরিয়ে বিধানসভায় যান কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি ৷ সেখানে পৌঁছানোর পরই তাঁকে ফোন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্র ৷ তিনি জানান, দিল্লির ঘটনার প্রতিবাদে দক্ষিণ কলকাতায় আয়োজিত মিছিলে যেন না যান অধীর ৷ তার বদলে সোমেন মিত্রর মিছিলে যেতে বলেন । এতেই আগুনে ঘি পড়ে ৷ পুরো বিষয়টি বিবেচনা করে তিনি দু'টো মিছিলেই যোগ দিলেও সোমেন মিত্রর কাছে না কি ক্ষোভ প্রকাশ করেন । সোমেনবাবুকে তিনি জানান, প্রদেশ কংগ্রেসের কোনও অনুষ্ঠানে তাঁকে ডাকা হয় না ৷ তাঁকে যোগ্য সম্মানও দেওয়া হয় না ৷ প্রদেশ কংগ্রেসের দপ্তরের চেয়ারিটও তাঁর থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে ৷

তবে, এবিষয়ে সোমেন মিত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, অধীরের সঙ্গে আমার কথা হয়েছে ৷ এটা অফিসের দোষ ৷ অফিসের তাঁকে জানানো উচিত ছিল ৷ কিন্তু জানায়নি ৷ অন্যদিকে, অধীর জানান, দিল্লির ঘটনার প্রতিবাদে সারা দেশে কংগ্রেস প্রতিবাদ দেখাচ্ছে ৷ তবে আমি জানতাম না শহরে প্রতিবাদ মিছিল রয়েছে ৷ অন্যকাজে শহরে এসেছিলাম ৷ হঠাৎ করে শুনলাম প্রতিবাদ মিছিল হবে ৷ চলে এলাম ।

এই বিতর্ক শুরু হওয়াতেই কংগ্রেসের অন্দরে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন । অনেকেই বলছেন, সোমেন মিত্র কাঠের পুতুল মাত্র ৷ আসলে প্রদেশ কংগ্রেসকে চালাচ্ছেন তাঁর স্ত্রী ও ছেলে ৷

প্রতিবাদ মিছিল ঘিরে প্রদেশ কংগ্রেসের দলীয় কোন্দল প্রকাশ্যে

ABOUT THE AUTHOR

...view details