কলকাতা, 29 ফেব্রুয়ারি : দিল্লির হিংসার বিরুদ্ধে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে প্রকাশ্যে প্রদেশ কংগ্রেসের দ্বন্দ্ব ৷ দক্ষিণ কলকাতায় প্রদেশ কংগ্রেসের প্রতিবাদ মিছিলে যোগদানের পরিবর্তে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরিকে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের আরেকটি মিছিলে যেতে বলা নিয়ে শুরু হয় সমস্যা ৷ যা নিয়ে দলীয় নেতৃত্বের একাংশ ক্ষোভ প্রকাশ করে ৷ পরে অবশ্য ওই মিছিলেও যোগ দেন কংগ্রেস সাংসদ ৷
গতকাল নির্বাচন কমিশনের দপ্তর থেকে বেরিয়ে বিধানসভায় যান কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি ৷ সেখানে পৌঁছানোর পরই তাঁকে ফোন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্র ৷ তিনি জানান, দিল্লির ঘটনার প্রতিবাদে দক্ষিণ কলকাতায় আয়োজিত মিছিলে যেন না যান অধীর ৷ তার বদলে সোমেন মিত্রর মিছিলে যেতে বলেন । এতেই আগুনে ঘি পড়ে ৷ পুরো বিষয়টি বিবেচনা করে তিনি দু'টো মিছিলেই যোগ দিলেও সোমেন মিত্রর কাছে না কি ক্ষোভ প্রকাশ করেন । সোমেনবাবুকে তিনি জানান, প্রদেশ কংগ্রেসের কোনও অনুষ্ঠানে তাঁকে ডাকা হয় না ৷ তাঁকে যোগ্য সম্মানও দেওয়া হয় না ৷ প্রদেশ কংগ্রেসের দপ্তরের চেয়ারিটও তাঁর থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে ৷