পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Adhir Writes to Mamata: 'ওঁরা ভিক্ষা চাইছেন না', শিক্ষক দিবসে নিয়োগ নিয়ে মমতাকে কড়া ভাষায় চিঠি অধীরের

শিক্ষক দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে আবারও চিঠি দিলেন অধীর (Adhir Chowdhury Writes Letter to Mamata Banerjee) ৷ চিঠিতে তাঁর দাবি, টেট ও এসএসসি’র আন্দোলনকারী যোগ্য চাকরিপ্রার্থীদের অবিলম্বে নিয়োগপত্র দেওয়া হোক ৷

adhir-chowdhury-writes-letter-to-mamata-banerjee-on-teachers-recruitment
adhir-chowdhury-writes-letter-to-mamata-banerjee-on-teachers-recruitment

By

Published : Sep 5, 2022, 12:22 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: যোগ্য চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury Writes Letter to Mamata Banerjee) ৷ সেই সঙ্গে চিঠিতে তিনি উল্লেখ করেছেন, 550 দিন ধরে যাঁরা রাস্তায় বসে আছেন, তাঁরা ভিক্ষা চাইছেন না ৷ নিজেদের যোগ্যতায় ন্যায্য অধিকার দাবি করছেন ৷ তাঁরা কোনও দুষ্কৃতীও নন ৷ তাঁদের শিক্ষাগত যোগ্যতাকে মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন অধীর ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠিতে (Adhir Writes Letter to Mamata) অধীর চৌধুরী লিখেছেন, ‘‘আপনি ভালো করেই জানেন যে, মেধা তালিকার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগের দাবিতে স্কুল এসএসসি চাকরিপ্রার্থীদের ধরনা 550 দিন পার হয়ে গেছে ৷ যোগ্য প্রার্থীরা তাঁদের শিক্ষাগত যোগ্যতা ও মর্যাদার স্বীকৃতি পাওয়ার জন্য রাস্তায় বিক্ষোভ করছেন ৷ তাঁরা আপনার কাছে কিছু ভিক্ষা চাইছেন না ৷ তাঁরা নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার ন্যায্য দাবি করেছেন ৷’’

পাশাপাশি, মুখ্যমন্ত্রীকে লেখা ওই চিঠিতে প্রদেশ কংগ্রেস সভাপতি উল্লেখ করেছেন,‘‘ধরনায় বসা চাকরিপ্রার্থীরা কোনও অপরাধী নন ৷ এমনকী সমাজের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করা গুন্ডাও নন ৷ যে কোনও সভ্য প্রশাসনের উচিত তাঁদের দাবিগুলোকে অগ্রাধিকার দিয়ে সমস্যার সমাধান করা ৷ পাশাপাশি, আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের ভয় মুক্ত করার আবেদনও করেন অধীর ৷ কংগ্রেস নেতার এই ভয় মুক্ত করার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ প্রশ্ন উঠছে, তবে কী কেউ তাঁদের আন্দোলনকে প্রতিহত করতে সত্যিই কেউ ভয় দেখাচ্ছে ?

আরও পড়ুন:শিক্ষাক্ষেত্রে দুর্নীতির মাঝে শিক্ষক দিবসের মঞ্চে মমতা, কী বার্তা দেন সেটাই দেখার

ABOUT THE AUTHOR

...view details