কলকাতা, 26 জুলাই : শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teachers Recruitment Scam) কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Bengal Minister Partha Chatterjee) গ্রেফতার হতেই আন্দোলন শুরু করেছে বিরোধীরা । পার্থ চট্টোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) কুশপুতুল দাহ, মিছিল, প্রতিবাদ সভা, ঢ্যাঁড়া পিটিয়ে প্রচার চলছেই । এরই মাঝে ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে 'মন্ত্রী' পদ থেকে বরখাস্তের দাবিতে মুখ্যমন্ত্রী মমতাকে বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন লোকসভায় কংগ্রেস দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Bengal Congress Chief Adhir Chowdhury) । সোমবার ব্যাংকশাল আদালত পার্থকে দ্বিতীয়বার ইডি হেফাজত পাঠানোর নির্দেশ দেওয়ার আগেই চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।
চিঠিতে অধীররঞ্জন চৌধুরী লিখেছেন যে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি এখন 'ওপেন সিক্রেট' । লুকোচুরির আর কোনও ব্যাপার নেই । আদালতের নির্দেশ অনুসারে মামলার তদন্ত চলছে । পার্থকেও গ্রেফতার করা হয়েছে । এটা পশ্চিমবঙ্গ সরকারের কাছে বড় ধাক্কা । তাই, পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানো হোক ।