কলকাতা, 8 জানুয়ারি : চিটফান্ড নিয়ে এবার রাজ্যপালের কাছে অভিযোগ জানাবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। সন্ধে ছ'টায় রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে যাবেন তিনি। তার আগে আজ বিকেলে মিছিল করে রাজভবন যাবেন প্রদেশ কংগ্রেস নেতারা। সেখানে একগুচ্ছ অভিযোগ রাজ্যপালের কাছে জানাবেন তাঁরা।
চিটফান্ড নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানাবেন অধীর - চিটফান্ড
চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে এবার সরব কংগ্রেস। এই ইশুতে আজই রাজ্যপালের দ্বারস্থ হবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি।
তার আগে চিটফান্ড কেলেঙ্কারিতে তৃণমূল ও বিজেপির গোপন আঁতাতের অভিযোগ এবং লগ্নিকারীদের ক্ষতিপূরণের দাবিতে আজ ধর্মতলায় প্রতিবাদ মিছিল করবে প্রদেশ কংগ্রেস। নেতৃত্ব দেবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ছাড়াও কংগ্রেস বিধায়করা।
গতকালই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দিয়েছেন, প্রত্যেক দল নিজ নিজ কর্মসূচি পালন করবে। আজ কংগ্রেসের এই কর্মসূচিতে বামফ্রন্ট অংশগ্রহণ করছে না ঠিকই। তবে যৌথভাবে আন্দোলনের কথাও জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান এবং কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য।
অধীর চৌধুরি আজ সন্ধেয় রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে চিটফান্ডে সর্বস্বান্তদের আর্থিক ক্ষতিপূরণের দাবি জানাবেন। সেইসঙ্গে রাজ্যের ক্ষয়িষ্ণু আইন-শৃঙ্খলার অবস্থা নিয়েও অভিযোগ জানানো হবে বলে জানা গিয়েছে।