পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Adhir Chowdhury: মন্ত্রীর শেল্টারে থাকলে ধরা পড়বে কী করে? গার্ডেনরিচ প্রতারণা কাণ্ডে তোপ অধীরের - মমতা বন্দ্যোপাধ্যায়

মেটিয়াবুরুজে দাঁড়িয়েই গার্ডেনরিচ প্রতারণা কাণ্ডে (Garden Reach Online Gaming App Fraud Case) আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) ৷ নাম না করেই তাঁর অভিযোগ, মন্ত্রীর শেল্টারে রয়েছে মূল অভিযুক্ত ৷ তাই অভিযুক্ত আমির খানকে গ্রেফতার করা যায়নি ৷

adhir-chowdhury-attacks-firhad-hakim-on-garden-reach-online-gaming-app-fraud-case
adhir-chowdhury-attacks-firhad-hakim-on-garden-reach-online-gaming-app-fraud-case

By

Published : Sep 21, 2022, 9:59 AM IST

Updated : Sep 21, 2022, 10:24 AM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর: অনলাইন গেমিং অ্যাপ প্রতারণা কাণ্ডের তদন্তে (Garden Reach Online Gaming App Fraud Case) ইডি গার্ডেনরিচের শাহী আস্তাবল এলাকার ব্যবসায়ী আমির খানের বাড়িতে তল্লাশি চালিয়ে 17.32 কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল ৷ সেই ঘটনায় মূল অভিযুক্ত এখনও অধরা ৷ যা নিয়ে নাম না করেই, মেটিয়াবুরুজে গিয়ে রাজ্যের এক মন্ত্রীকে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) ৷ তাঁর মন্তব্য, ‘‘মন্ত্রীর শেল্টারে থাকলে ধরা পড়বে কীভাবে ৷ পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রীর শেল্টারে আছেন অভিযুক্ত ৷’’

মন্ত্রী কথাটি ব্যবহার করলেও কারও নাম উল্লেখ করেননি লোকসভায় কংগ্রেসের দলনেতা । সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান তিনি কোন মন্ত্রীর কথা বলছেন? জবাবে তিনি বলেন, "কারও নাম বলছি না । আপনারা বুঝে নিন । তিনি এই এলাকার সবচেয়ে বড় নেতা ।" সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষয়টিতে ম্যানেজ দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন অধীর ৷ এ দিন অধীর চৌধুরী বলেন, ‘‘মন্ত্রীর শেল্টারে থাকলে ধরা পড়বে কীভাবে ৷ পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রীর শেল্টারে আছেন অভিযুক্ত ৷ দিদি ম্যানেজ দেওয়ার চেষ্টা করছেন ৷ ধরা পড়বে কি করে ! ঘটনার তদন্ত হলে মন্ত্রী অবশ্যই ধরা পড়বেন ৷ এত টাকা এমনি এমনি কারও বাড়িতে আসে না ৷’’

মন্ত্রীর শেল্টারে থাকলে ধরা পড়বে কি করে? গার্ডেনরিচ প্রতারণা কাণ্ডে ফিরহাদকে তোপ অধীরের

আরও পড়ুন:'চোরদের বাঁচাতেই মোদির গুণগান গাইছেন দিদি', তোপ অধীরের

এদিনও কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর আঁতাতের কথা উঠে আসে ৷ আরও স্পষ্ট করে বললে, মোদি-মমতা আতাঁতের প্রসঙ্গ ৷ দেশের অর্থনীতির ধ্বংস থেকে শুরু করে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, সব নিয়ে মোদি ও মমতাকে নিশানা করেছেন অধীর চৌধুরী ৷

Last Updated : Sep 21, 2022, 10:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details