কলকাতা, 28 ফেব্রুয়ারি: ওড়িশায় পূর্বাঞ্চলীয় আন্তঃরাজ্য পরিষদ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়া নিয়ে কড়া সমালোচনা করল রাজ্যের বিরোধী শিবির ৷ কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরি মমতার এই বৈঠকে যোগ দেওয়ার সমালোচনা করে বলেন, ''বাংলার অগ্নিকন্যার গায়ে আজ আগুনের আঁচ লাগছে না ৷ অমিত শাহের মাধ্যমে BJP-র সঙ্গে সমঝোতা করতেই তিনি বৈঠকে যোগ দিতে গিয়েছেন৷'' বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, ''নিজের আত্মরক্ষার জন্যই তিনি ছুটে গিয়েছিলেন৷''
অধীর চৌধুরি বলেন, ‘‘তাঁর আর সেই আওয়াজ নেই ৷ গোটা দিল্লি জ্বলছে, বাংলার মুখ্যমন্ত্রীর গায়ে সেই আগুনের আঁচ লাগছে না ৷ সাম্প্রদায়িক দাঙ্গার আঁচ বাংলার অগ্নিকন্যার গায়ে লাগছে না ৷ তাই নাটক করে, মানুষকে বিভ্রান্ত করে বাংলার মুখ্যমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করে বোঝানোর চেষ্টা করা হলেও স্পষ্ট হয়ে যাচ্ছে যে BJP-র বিরুদ্ধে প্রতিবাদের ভাষা ক্ষীণ হয়ে আসছে ৷ BJP-র বিরুদ্ধে বলতে আপনি ভয় পাচ্ছেন পাছে CBI-ID দিয়ে আপনার বিপদ বেড়ে যায় ৷ তাই সমঝোতার পথ নিয়েছেন৷ তাই যে ঘটনাকে কেন্দ্র করে দেশ জ্বলছে, তার উল্লেখ নেই বৈঠকে ৷’’