কলকাতা, 26 ডিসেম্বর: বাংলার বিধানসভা নির্বাচনে অধীর চৌধুরিকে মুখ্যমন্ত্রীর মুখ করার দাবি তুললেন কংগ্রেস বিধায়করা। বাম কংগ্রেস জোটের সিলমোহর কংগ্রেস হাইকমান্ড দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরুলিয়ার বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাতো টুইটারে দাবি তোলেন, বাম কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে অধীর চৌধুরিকে সামনে রাখতে হবে। বিধানসভায় কংগ্রেস পরিষদীয় দলের ডেপুটি লিডার নেপাল মাহাতো টুইটারে লেখেন, "বাম কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রীর মুখ অধীররঞ্জন চৌধুরি।" এই টুইট ঘিরে ফের অসন্তোষ দেখা দিয়েছে সমগ্র বাম শিবির এবং কংগ্রেসের একাংশের মধ্যে। বামফ্রন্টের শরিকদলগুলোও ক্ষোভ প্রকাশ করেছে।
এর আগেও বাম-কংগ্রেস সমঝোতার বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরিকে মুখ্যমন্ত্রীর মুখ করা হবে বলে দাবি করেছিলেন কংগ্রেসের এক যুবনেতা ঋজু ঘোষাল। বৈঠক শেষে এমনটাই দাবি করেছিলেন ঋজু ঘোষাল। যদিও বৈঠকে উপস্থিত বামফ্রন্ট নেতৃত্ব ঋজু ঘোষালের মন্তব্যকে অস্বীকার করেছেন। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানিয়েছেন, এখনও পর্যন্ত বৈঠকে আলোচনা হয়নি যে বামফ্রন্ট এবং কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রীর মুখ অধীর চৌধুরিকে করা হোক। সমগ্রটাই কংগ্রেসের একাংশ ইচ্ছাকৃতভাবে বাজারে চাউর করছে। এর ফলে জোট প্রক্রিয়ায় তিক্ততা তৈরি হবে।
পুরুলিয়ার বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাতো প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির ঘনিষ্ঠ বলেই পরিচিত। অনেকেই মনে করছেন প্রদেশ কংগ্রেস সভাপতির পক্ষ থেকেই এমন টুইট করানো হয়েছে। অধীর চৌধুরিকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে সামনে রেখে বিধানসভা নির্বাচন লড়াই করলে কংগ্রেসের ফল অপেক্ষাকৃত ভালো হবে বলে মনে করছে অধীর শিবির।