কলকাতা, 28 অক্টোবর : বহরমপুর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কাছে দীর্ঘ 80 বছর ধরে বসবাসকারীদের বাড়িঘর ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ যার জেরে গৃহহীন হয়ে পড়তে চলেছে বহু মানুষ ৷ তাঁদের হয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী ৷ যেখানে দরিদ্র মানুষগুলির পুনর্বাসন চেয়ে আবেদন করেছেন কংগ্রেস সাংসদ ৷ এ নিয়ে কথা বলতে তিনি মুখ্যমন্ত্রীর কাছে সময়ও চেয়েছেন ওই চিঠিতে ৷
প্রসঙ্গত, বহরমপুর হাসপাতালে নার্স এবং আয়ার কাজ করেন এমন অসংখ্য পরিবার দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছে ৷ এবার সেই বাড়িগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷ কিন্তু, সেখানে বসবাসকারী বাসিন্দাদের কী হবে ? তা কেউ বলতে পারছেন না ৷ তাই তাঁদের হয়েই এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন অধীর চৌধুরী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে অধীর জানিয়েছেন, সরকার এমন কোনও সিদ্ধান্ত নিলে, আগে থেকে পুনর্বাসনের ব্যবস্থা করে ৷ কিন্তু, এ ক্ষেত্রে তা হয়নি ৷