কলকাতা, 22 অগস্ট: কয়লাপাচার কাণ্ডে আজ দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে তলব করা হয়েছে রাজ্য পুলিশের এডিজি এসটিএফ জ্ঞানবন্ত সিংকে (ADG STF Gyanwant Singh) ৷ তবে, তিনি হাজিরা দেবেন কিনা, তা এখনও স্পষ্ট নয় (Gyanwant Singh May Appear Before ED) ৷ এমনকি জ্ঞানবন্ত সিং দিল্লি গিয়েছেন কিনা, তাও জানা যায়নি ৷ এনিয়ে রাজ্যের এই আইপিএস অফিসারকে ফোন করা হলেও, তিনি উত্তর দেননি ৷
তবে, শুধু জ্ঞানবন্ত সিং নন, কয়লাপাচার মামলায় (Coal Smuggling Case) রাজ্যের আরও 7 আইপিএস-কে দিল্লিতে তলব করেছে ইডি ৷ কয়লাপাচারের রমরমা চলাকালীন এরা সকলেই রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ পদে ছিলেন ৷ ফলে, তাঁদের নজর এড়িয়ে কীভাবে কোটি কোটি টাকার কয়লাপাচার হল, তা জানতে চাইছে ইডি ৷ ইডির নজরে থাকা 8 আইপিএস আধিকারিকদের মধ্যে জ্ঞানবন্ত ছাড়াও গুরুত্বপূর্ণ আধিকারিকরা হলেন, কোটেশ্বর রাও, রাজীব কুমার এবং সুকেশ জৈন ৷