কলকাতা, 2 সেপ্টেম্বর : পুলিশের লাঠিচার্জে সাংসদ অর্জুন সিং-এর মাথা ফাটেনি ৷ সাংবাদিক বৈঠক করে পরিষ্কার জানিয়ে দিলেন রাজ্যের ADG আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং । আজ নবান্নে সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ জানান, নিজের দলের সমর্থকদের ইটের আঘাতে অথবা পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন অর্জুন সিং । তিনি দাবি করেছেন, গোটা বিষয়টাই পরিকল্পনা মাফিক হয়েছে ৷ একই সঙ্গে এদিন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার প্রশংসা করেছেন তিনি ৷ তিনি জানিয়েছেন, মনোজ ভার্মা খুব শান্তভাবে কাজ করেছেন । পুলিশ উত্তেজিত হয়ে গেলে অনেক ক্ষতি হয়ে যেত বলে জানিয়েছেন ADG আইন-শৃঙ্খলা ।
আরও পড়ুন: হিংসার ঘটনা দেখে আমার কষ্ট হচ্ছে : রাজ্যপাল
একজন MP এভাবে আক্রান্ত হল, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার কী মত ? উত্তরে জ্ঞানবন্ত সিং বলেন, "একটা জায়গায় একটা ঘটনা ঘটেছে তার সঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনও সম্পর্ক নেই ৷ এছাড়াও পুলিশ গিয়ে অনুরোধ করেছিল অর্জুনবাবুকে সরে যেতে ৷ কিন্তু তিনি অবরোধ তোলেননি ৷ উলটে পুলিশকে আক্রমণ করেছেন ৷"
লোকসভা ভোটের আগে থেকেই এধরনের ঘটনা ঘটছে ৷ পুলিশ কি নিয়ন্ত্রণ করতে পারছে না ? উত্তরে জ্ঞানবন্ত সিং বলেন, "এখন পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই ভালো হয়েছে ৷ গতকাল যেটা হয়েছে সেটা তো বিক্ষিপ্ত ঘটনা ৷ জোর করে রাস্তা অবরোধ করে, পুলিশকে ইনভাইট করে ঝামেলা করা হচ্ছে ৷ অন্যথা আগে যেভাবে অলিগলিতে বোমা পড়ত সেগুলি বন্ধ হয়েছে ৷ ওখানকার স্থানীয়রা যারা বাড়ি ছেড়ে চলে গেছিল তাদের ঘরে ফিরিয়ে আনা হয়েছে ৷ অনেকের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল সেগুলি রিপেয়ার করানো হয়েছে ৷ বেদখল হওয়া বাড়ি, দোকান- আসল মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে ৷"