পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Adani at BGBS 2022 : বাংলায় 25 হাজার কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি আদানির - Bengal CM Mamata Banerjee

নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আজ বুধবার শুরু হল বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন (Bengal Global Business Summit) ৷ সেখানে প্রথমবার হাজির ছিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি (Gautam Adani) ৷

adani assures to generate 25k employment in bengal
Adani at BGBS 2022 : বাংলায় 25 হাজার কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি আদানির

By

Published : Apr 20, 2022, 5:33 PM IST

Updated : Apr 20, 2022, 8:51 PM IST

কলকাতা, 20 এপ্রিল : পশ্চিমবঙ্গের জন্য কর্মসংস্থানের আশ্বাস দিলেন শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani) ৷ জানালেন, এই রাজ্যে বিনিয়োগ করে তাঁর সংস্থা 25 হাজারেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে (Adani Assures to generate 25k Employment in Bengal) ৷

বুধবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হল বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন (Bengal Global Business Summit) ৷ উপস্থিত ছিলেন দেশ-বিদেশের শিল্পপতিরা ৷ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ও রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷

তাঁদের সামনেই বক্তৃতা দিতে উঠে আদানি গোষ্ঠীর কর্ণধার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন ৷ পাশাপাশি পশ্চিমবঙ্গের গৌরবময় ইতিহাসের কথা তুলে ধরেন ৷ গোপেলকৃষ্ণ গোখলের উক্তি তুলে ধরে তিনিও জানান, বাংলা আজ যা ভাবে, ভারত আগামিকাল তা ভাবে ৷

এছাড়া বাংলার স্বাধীনতা সংগ্রাম, নারীর ক্ষমতায়ন, রামকৃষ্ণ-বিবেকানন্দ-রবীন্দ্রনাথের অবদান নিয়েও কথা বলেন তিনি ৷ তাঁর কথায়, বাংলার মতো কোনও রাজ্যেই এতটা নারীর ক্ষমতায়ন হয়নি ৷ সেই ধারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে চলেছেন ৷

আদানির মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি হওয়া বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রশংসাও শোনা গিয়েছে ৷ শেষে তিনি বিনিয়োগের প্রসঙ্গ টেনেছেন ৷ তাঁর সংস্থা প্রযুক্তি ও দক্ষতাকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের পুনর্গঠন করতে চায় বলেও জানিয়েছেন গৌতম আদানি ৷

এছাড়া তিনি আগামী দশ বছরে 10 হাজার কোটি টাকার বিনিয়োগ, ডেটা সেন্টার নির্মাণ, সমুদ্রের নীচে কেবল পাতার আগ্রহও প্রকাশ করেন এই সম্মেলনের মঞ্চ থেকে ৷

আরও পড়ুন :Mamata on Industry at BGBS 2022 : শিল্পই এখন বাংলার একমাত্র লক্ষ্য, বার্তা মুখ্যমন্ত্রীর

Last Updated : Apr 20, 2022, 8:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details