কলকাতা, 10 মে :সপরিবার করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী রনিতা দাস ৷ রবিবারই জানা যায়, রনিতা ও তাঁর বাবা মা করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তবে কোভিড পজিটিভ রিপোর্ট আসার পরও রনিতা হাসপাতালে ভর্তি হননি ৷ অবস্থা সঙ্কটজনক না হওয়ায় আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি ৷ কিন্তু তাঁর বাবা-মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অন্যদিকে, করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা সৌপ্তিক চক্রবর্তীর মা ৷
মূলত বাংলা সিরিয়ালের অভিনেত্রী হিসাবেই পরিচিত রনিতা দাস ৷ ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিক তাঁকে সাফল্যের শীর্ষে নিয়ে যায় ৷ একেবারে বাঙালির অন্দর মহলে জায়গা করে নেন অভিনেত্রী ৷