কলকাতা, 24 জানুয়ারি : কয়েকদিন ধরেই তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছিল । তখন থেকে জল্পনা চলছিল, কৌশানী মুখোপাধ্যায় তৃণমূলে যোগ দিতে পারেন । জল্পনার অবসান ঘটিয়ে আজ শাসকদলের শিবিরে যোগ দিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় । তাঁর পাশাপাশি আরেক অভিনেত্রী তথা ইম্পার সদস্য পিয়া সেনগুপ্তও যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে ।
তৃণমূল ভবনে আজ মন্ত্রী ব্রাত্য বসু ও দলের মুখপাত্র কুণাল ঘোষের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন পিয়া ও কৌশানী । কৌশানী বলেন, "আমার প্রথম ছবি পারব না আমি ছাড়তে তোকে । সেভাবে দিদিকেও আমি ছাড়তে পারব না ।" মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অনুপ্রেরণা । তাঁর পরিবারের লোকজনও তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে । সেদিক থেকে তৃণমূলে আসা আকস্মিক কোনও বিষয় নয় বলে মনে করছেন কৌশানী । পাঁচ-ছ'বছরের কেরিয়ারেই রাজনীতিতে যোগ? এই প্রসঙ্গে কৌশানীর মন্তব্য, "আমার বয়স অল্প হলেও আমার অনেক অনুরাগী রয়েছেন । তাঁরা আমাকে দেখে অনুপ্রেরিত হন । তাই এটাই ঠিক সময় রাজনীতিতে আসার ।"
অভিনেত্রী পিয়া সেনগুপ্ত বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার বাবা সুখেন দাস খুব স্নেহ করতেন । তাঁর উন্নয়নমূলক কাজ আমরা প্রথম থেকে দেখছি । আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা রটানো হচ্ছে । আসলে কাজ করলে সমালোচনা হয় ।" গতকাল ভিক্টোরিয়া মেমোরিয়ালে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় "জয় শ্রী রাম" স্লোগান ওঠে । সেই ঘটনার তীব্র সমালোচনা করেন পিয়া ।