কলকাতা, 23 জুলাই:'উমা' ধারাবাহিকে অভিনয় চলাকালীনই হিন্দি ধারাবাহিকের জন্য মুম্বই পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত । মুম্বইতে দু’টি কাজ করে ফেললেন তিনি । প্রথমে 'মোসে ছল কিয়ে যায়' এবং এরপর 'খুকুমণি হোম ডেলিভারি'র হিন্দি ভার্সন 'বন্নি চাও হোম ডেলিভারি'তে নেগেটিভ রোলে অভিনয় করেন মানসী (Manosi Sengupta Backs to Kolkata)।
স্বাভাবিকভাবেই দক্ষ অভিনেত্রী মানসী মুম্বই গিয়ে প্রবল ব্যস্ত হয়ে পড়েন। সেই ব্যস্ততার মাঝেই একাধিকবার কলকাতায় এসেছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে ৷ জানুয়ারি মাসে ছ'বার কলকাতা এসেছেন অভিনেত্রী । প্রাণের শহরকে প্রতিমুহূর্তে মিস করেন তিনি । সেই কারণেই মুম্বইয়ের সমস্ত পাঠ চুকিয়ে ঘরে ফিরেছেন ঘরের মেয়ে । শনিবার শহরে পা রেখেই ইটিভি ভারতকে তাঁর ঘরে ফেরার খবর জানান । মানসী বলেন, "মুম্বইয়ের সব কাজ শেষ হয়েছে। হোম সিকনেস-এ ভুগছিলাম খুব। তাই ফিরে এলাম নিজের ভালোবাসার শহরে। বাংলাতে কয়েকটা কাজের কথা চলছে । চূড়ান্ত হলে জানাব।"