পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Suman Bannerjee : বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন অভিনেতা সুমন - অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়

বিজেপি থেকে পদত্যাগ করলেন অভিনেতা সুমন বন্দ্যোপাধ্য়ায় (Suman Bannerjee) ৷ মঙ্গলবার তিনি বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের হাতে নিজের পদত্যাগপত্র জমা দেন ৷ এদিন তিনি দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করেছেন ৷

বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন অভিনেতা সুমন
বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন অভিনেতা সুমন

By

Published : Sep 28, 2021, 5:00 PM IST

Updated : Sep 28, 2021, 5:53 PM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর : বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায় (Suman Bannerjee) । মঙ্গলবারই বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে ইস্তফাপত্র দিলেন সুমন । পার্টির সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন তিনি ৷ ইটিভি ভারতেকে সুমন বললেন, "আজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নেই ৷ তাই সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে পদত্যগপত্র তুলে দিলাম ।"

সুমন বলেন, "আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণেই আমি পদত্যাগ করলাম ৷ তবে আমি দল ছাড়িনি ৷ আমি মিছিলে যাব, মিটিংয়ে যাব ৷ কিন্তু আজ থেকে ভারতীয় জনতা পার্টির আমি কোনও পদে থাকছি না ৷"

সুমন জানালেন, ব্যক্তিগত ব্যস্ততার কারণেই তাঁর এই পদত্যাগ

দলে যে পদে তিনি ছিলেন তাতে কোনও সমস্যা হচ্ছিল কিনা সেই প্রশ্নে সুমন বলেন, "আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমার মনে হচ্ছিল যে আমার রাজনৈতিক দায়িত্ব আমি পালন করতে পারছি না ৷ তাই সেখান থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিলাম ৷"

মূলত ব্যক্তিগত ব্যস্ততাকেই পদত্যাগের কারণ হিসাবে দেখিয়েছেন সুমন ৷ পাশাপাশি সাংসদ-বিধায়কদের বিজেপি থেকে তৃণমূলে যোগদানের হিড়িকের মধ্যে তাঁর দলছাড়ার জল্পনাকে নাকচ করে দেন অভিনেতা ৷

আরও পড়ুন : Bhabanipur By-election : ভবানীপুরে দিলীপ ঘোষকে হেনস্তার মামলায় ধৃত আটজনের জামিন

Last Updated : Sep 28, 2021, 5:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details