কলকাতা, 29 জুলাই:পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারি ৷ আর সেই সূত্রে উদ্ধার হওয়া প্রায় 50 কোটি টাকা ৷ যা নিয়ে দু-একজন ছাড়া বাংলার বুদ্ধিজীবীদের আপাতত খুব-একটা মুখ খুলতে দেখা যায়নি ৷ সেই নীরবতাকে ঠুকলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Actor Rudranil Ghosh Criticises Bengali Intellectuals for Their Silence on SSC Scam) ৷ ফেসবুকে একটি ব্যঙ্গ কবিতা পোস্ট করলেন বাংলার বুদ্ধিজীবীদের উদ্দেশে ৷ যে কবিতায় উঠে এল কামদুনি, হাঁসখালি, বগটুই প্রসঙ্গও ৷
রুদ্রনীলের এই কবিতার প্রতিটি শব্দে রয়েছে বিদ্রুপ ৷ যার শুরুটাই অভিনেতা করেছেন, ‘ও বুদ্ধিজীবী’ সম্ভাষণে ৷ পার্থ-কাণ্ডে বুদ্ধিজীবীদের উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘‘ও বুদ্ধিজীবী, লেখক-কবি ঘুমিয়ে গেলেন নাকি ?’’ আর পরের লাইনেই সরাসরি সরকারি ভাতার প্রসঙ্গ টেনে তাঁর কটাক্ষ, সরকারি ভাতা পেয়ে, দাতাদের ভয়ে চুপ করে রয়েছেন সকলে ৷ এসএসসি দুর্নীতিকাণ্ডে এ ভাবেই নানান ব্যঙ্গাত্মক শব্দে বাংলার বুদ্ধিজীবীদের নিশানা করেন রুদ্রনীল ঘোষ ৷