কলকাতা, 4 জুন : যে কোনও একটি চিট ফান্ড সংস্থার যাবতীয় মামলা এখন থেকে শুনবেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ৷ শুক্রবার চিট ফান্ড সংক্রান্ত একাধিক মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে ৷ শুনানির সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জানান, এবার থেকে তিনি যে কোনও একটি করে চিট ফান্ড সংস্থার যাবতীয় মামলা শুনে নিষ্পত্তি করবেন ৷ যদিও এতে আপত্তি জানিয়েছিলেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ৷ তাঁর বক্তব্য ছিল, একইসঙ্গে জনস্বার্থ মামলা এবং চিট ফান্ড কাণ্ডে ধৃতদের জামিনের মামলার শুনানি কীভাবে হওয়া সম্ভব ?
বেআইনি অর্থলগ্নি সংস্থায় টাকা রেখে প্রতারিত হওয়া রাজ্যের কোটি কোটি মানুষকে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে 2015 সালের ডিসেম্বর মাসে তৎকালীন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চ একটি বিশেষ বেঞ্চ তৈরি করে দিয়েছিল ৷ এতদিন সেই বেঞ্চেই মূলত প্রতারকদের সম্পত্তি বিক্রি, সম্পত্তির হিসেব-নিকেশ-সহ বিভিন্ন বিষয়ের উপর শুনানি হত ৷ প্রধান বিচারপতি এখন থেকে প্রতিদিন যদি কিছু কিছু মামলা আলাদাভাবে শোনেন, তাহলে বহু মামলাই দ্রুত নিষ্পত্তির সুযোগ তৈরি হবে ৷