পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

প্রতিশোধ থেকে অ্যাসিড হামলা, গ্রেপ্তার 2 - অভিযুক্ত গ্রেপ্তার

পরিকল্পনা মতো গত 19 ডিসেম্বর ফাতেমা এবং তাঁর 19 বছরের মেয়ে নুরুননেসা খাতুন ওই মাজারে আসে । তখন মাজারে রান্না করছিলেন আঞ্জুম । সুযোগ বুঝে আঞ্জুমের গায়ে অ্যাসিড ঢেলে দেয় তারা ।

image
যুবতীর উপর অ্যসিড হামলা

By

Published : Dec 23, 2019, 10:41 AM IST

কলকাতা, 23 ডিসেম্বর : আক্রোশ থেকে যুবতির ওপর অ্যসিড হামলা । ঘটনাস্থান রাজাবাগান থানা এলাকার সন্তোষপুর রোড ৷ গুরুতর আহত অবস্থায় ওই যুবতিকে SSKM হাসপাতালে ভরতি করা হয়েছে । তার অবস্থা আশঙ্কাজনক ৷ ঘটনাটি ঘটে 19 ডিসেম্বর । তদন্তে নেমে পুলিশ গতকাল বর্ধমানের পূর্বস্থলী থেকে গ্রেপ্তার করেছে দু’জনকে ৷ অভিযুক্ত দু’জন সম্পর্কে মা এবং মেয়ে ৷ তাঁদের নাম ফাতেমা বিবি ও নুরুন্নেসা খাতুন ৷


ঘটনার সূত্রপাত বছর দুই আগে ৷ সন্তোষপুর রোডের থোটোরকাল মাজারে কাজ করতেন ফাতেমা ৷ তার বাড়ি বর্ধমানের পূর্বস্থলী ৷ পুলিশের কাছে সে দাবি করে, সেই সময় তার উপর অত্যাচার করতেন আক্রান্ত আঞ্জুম আরা ৷ মাজারের অন্য কর্মীর সঙ্গে চক্রান্ত করে তার কাজও ছাড়িয়ে দিয়েছিলেন আঞ্জুম ৷ তারপর থেকই প্রতিশোধের পরিকল্পনা ছিল ফাতেমার ৷ সেই পরিকল্পনা মতো গত 19 ডিসেম্বর ফাতেমা এবং তার 19 বছরের মেয়ে নুরুন্নেসা খাতুন ওই মাজারে আসে । তখন মাজারে রান্না করছিলেন আঞ্জুম । সুযোগ বুঝে আঞ্জুমের গায়ে অ্যাসিড ঢেলে দেয় তারা । কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থান থেকে পালায় তারা ।

আঞ্জুমার চিৎকার শুনে অন্যরা ছুটে আসে মাজারে ৷ দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে । বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয় রাজাবাগান থানায় । সেই সূত্র ধরে গতকাল অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details