কলকাতা,১৩ ফেব্রুয়ারি: কসবায়, বচসার জেরে স্ত্রীর গায়ে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে ।
বচসার জেরে স্ত্রীর উপর অ্যাসিড হামলা স্বামীর - বাদানুবাদ
কসবায় এক ব্যক্তি স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে তার গায়ে অ্যাসিড ছুড়ে মারে ৷ পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ৷
মাঝেমধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে লেগে থাকত ঝগড়া ৷ আজ সকালেও পরিস্থিতি ছিল এরকমই ৷ তীব্র বাদানুবাদের আওয়াজ পাচ্ছিলেন প্রতিবেশীরা ৷ এরপর ওই মহিলা তার ছেলেকে স্কুল থেকে আনার জন্য বাড়ি থেকে বের হন ৷ সেই সুযোগে তাঁর স্বামী পিছন থেকে ঘরে মজুত বাথরুম পরিষ্কার করার অ্যাসিড ছুড়ে মারেন ৷ ঘটনায় গুরুতর জখম হন ওই মহিলা ৷ কিছুক্ষণ পর পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ৷
পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবতির শ্বশুরবাড়ি কসবার 173 বোসপুকুর রোডে । ওই দম্পতির পাঁচ বছরের সন্তান রয়েছে । অভিযোগ মাঝেমধ্যেই মদ্যপ অবস্থায় ওই যুবতির স্বামী জয়ন্ত দাস তাঁর উপর চড়াও হত । তাদের মধ্যে বচসা লেগেই থাকত । তার জেরে সম্প্রতি ঘর ছাড়ে ওই যুবতি । আজ সকালে ওই যুবতি চ্যাটার্জি রোডের স্কুলে টিফিনের সময় ছেলেকে খাওয়াতে আসে । হঠাৎই তার ওপর সরব হয় জয়ন্ত । ওই যুবতিকে স্ক্রু ড্রাইভার দিয়ে মাথার পেছনে আঘাত করা হয় । তখন সে চিৎকার করে ওঠে । কেউ কিছু বুঝে ওঠার আগেই জয়ন্ত স্ত্রীর উপর অ্যাসিড ছুড়ে মারে । প্রকাশ্য রাস্তায় স্কুলের সামনে এই ঘটনায় রীতিমতো হকচকিয়ে যান অন্য অবিভাবকরা । হইচই পড়ে যায় গোটা এলাকায় । স্থানীয়রা ধরে ফেলে জয়ন্তকে । খবর যায় কসবা থানায় । গুরুতর আহত অবস্থায় এই মুহূর্তে MR বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবতি ৷