কলকাতা, 15 নভেম্বর: বাঁশদ্রোণী শুটআউট কাণ্ডের মূল অভিযুক্ত নান্টি ঘোষ ওরফে বাবলু ঘোষকে রবিবার গভীর রাতে হাওড়ার বাগনান থেকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে গ্রেফতার হয় তারই এক সঙ্গী কুখ্যাত দুষ্কৃতী শেখ আবদুল হোসেনকে। ভারতীয় দণ্ডবিধির অস্ত্র আইনের বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই দুই কুখ্যাত দুষ্কৃতীদের গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার অফিসাররা। এর আগে সেপ্টেম্বর মাসের 10 তারিখে গ্রেফতার হয় নান্টি ঘোষের ছেলে শুভ ঘোষ। শুভ ঘোষের সঙ্গে গ্রেফতার হয় কার্তিক দাস নামে আরেক দুষ্কৃতী।
সেপ্টেম্বর মাসেই বাঁশদ্রোণীর সোনালি পার্কের বাসিন্দা ব্যবসায়ী প্রদীপ দেবনাথের বাড়িতে হঠাৎই হামলা চালায় একদল দুষ্কৃতী ৷ প্রদীপবাবুর বাড়ির সিসিটিভি ফুটেজে ওই দুষ্কৃতীদের স্পষ্ট দেখা গিয়েছে ৷ যেখানে দেখা যায়, কয়েকজন দুষ্কৃতী তিন-চারটে বন্দুক বের করে এক যুবকের মাথায় ঠেকাচ্ছে ৷ মাঝে গেট থাকায় তাঁর উপর সরাসরি হামলা করতে পারেননি ওই দুষ্কৃতীরা ৷ ফলে তাদের চালানো একটি গুলি ওই যুবকের হাতে লাগে ৷