কলকাতা, 16 জুলাই: উল্টোডাঙ্গায় মহিলা বাউল শিল্পীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে শনিবার শিয়ালদা আদালতে পেশ করা হয় ৷ আদালত তাকে 22 জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে(Accused gets police custody in charge of raping Folk Singer) । অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তকারীরা ঘটনাস্থলে গিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করতে চান ।
গত 12 জুলাই কলকাতা স্টেশন সংলগ্ন একটি নির্জন জায়গায় মহিলা বাউল শিল্পীকে ধারালো অস্ত্র দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে দীপু দৌলুই নামে এক ব্যক্তির বিরুদ্ধে । এরপরেই ওই মহিলা বাড়িতে সমস্ত বিষয়ে জানায় ৷ 14 জুলাই স্থানীয় উল্টোডাঙ্গা মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । কিন্তু তাঁর অভিযোগ, পুলিশ তাঁকে এক হাজার টাকা দিয়ে গোটা ঘটনা চেপে যেতে বলে ।