পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Coal Smuggling Case : কয়লা পাচার কাণ্ডে এবার ইডির নজরে একাধিক আইপিএস অফিসার - Enforcement Directorate

কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling Case) ইতিমধ্যে নাম জড়িয়েছে একাধিক রাজনৈতিক নেতার ৷ এবার কয়েকজন আইপিএস অফিসারের নামও পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর ৷ বিকাশ মিশ্রকে জেরা করে এই তথ্য এসেছে বলে জানা গিয়েছে (According to ED sources Bikash Mishra revealed new information in the coal smuggling case) ৷

according-to-ed-sources-bikash-mishra-revealed-new-information-in-the-coal-smuggling-case
Coal Smuggling Case : কয়লা পাচার কাণ্ডে এবার ইডির নজরে একাধিক আইপিএস অফিসার

By

Published : May 9, 2022, 7:14 PM IST

কলকাতা, 9 মে : রাজ্যে কয়লা পাচার কাণ্ডে ধৃত বিকাশ মিশ্রকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা (According to ED sources, Bikash Mishra revealed new information in the coal smuggling case) । জানা গিয়েছে, বিকাশ মিশ্রের আত্মীয় তৎকালীন বাঁকুড়ায় একসময় কর্মরত রাজ্য পুলিশের সার্কেল ইন্সপেক্টর অশোক মিশ্র গরু পাচার এবং কয়লা পাচারের টাকা বিভিন্ন সরকারি আধিকারিকদের পৌঁছে দেওয়ার কাজ করতেন ।

সূত্রের খবর, ইতিমধ্যেই এই ঘটনায় রাজ্যের বেশকিছু আইপিএস অফিসারের নাম তদন্তকারীরা পেয়েছেন । ইডি সূত্রের খবর, প্রয়োজন পড়লে কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling Case) একাধিক অজানা প্রশ্নের উত্তর পেতে সন্দেহের তালিকায় থাকা বেশ কিছু আইপিএস আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারেন গোয়েন্দারা ।

এদিকে ওই অশোক মিশ্রকে ইতিমধ্যে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা । জানা গিয়েছে, অশোক মিশ্রের আয় বহির্ভূত একাধিক সম্পত্তির হদিশ ইতিমধ্যেই পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । ইডি (Enforcement Directorate) সূত্রে খবর, অশোক মিশ্রকে নিজেদের হেফাজতে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ করতে চায় তারা । তাঁর সম্পত্তির হদিশ পেতেই এই জেরা করার পরিকল্পনা বলে খবর ৷

কিন্তু এই ঘটনায় যদি রাজ্য়ের আইপিএস আধিকারিকের নাম সামনে চলে আসে, তাহলে অস্বস্তিতে পড়বে রাজ্য সরকার ৷ বিরোধীরাও নতুন করে সরকারের বিরুদ্ধে সমালোচনার নতুন হাতিয়ার পেয়ে যাবে ৷

আরও পড়ুন :ED on Cattle Smuggling Case : গরু পাচার কাণ্ডে বিকাশ মিশ্র-সতীশ কুমারকে মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা ইডির

ABOUT THE AUTHOR

...view details