কলকাতা, 16 অগাস্ট : মা ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় মৃত দুই আরোহী ৷ প্রচণ্ড গতিতে ছুটছিল বাইকটি ৷ গতির কারণেই দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ ৷ এজেসি বোস রোড ফ্লাইওভার এবং মা ফ্লাইওভারের সংযোগকারী সেতুর গার্ডওয়ালের উপর ধাক্কা মারে দ্রুতগতিতে ছুটে আসা সেই বাইক ৷ বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ৷ সেই দুর্ঘটনার CCTV ফুটেজ প্রকাশ্যে এসেছে ৷
ঘটনাস্থানেই প্রাণ হারান বাইকের পিছনে বসে থাকা এক আরোহী ৷ বয়স 45 ৷ গতির কারণেই বাইকটি রেলিংয়ে আটকা পড়লেও ওই আরোহী ফ্লাইওভার থেকে ছিটকে পড়েন বহু দূরে ৷ প্রায় 40 ফুট নিচে গিয়ে পড়েছিলেন বাইক আরোহী ৷