পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

টালিগঞ্জে পথ দুর্ঘটনা, মৃত প্রৌঢ় - টালিগঞ্জ পথদুর্ঘটনা

টালিগঞ্জের নেতাজি সুভাষ চন্দ্র বোস রোডে আজ সকালে একটি পণ্যবাহী গাড়ি চালক ধাক্কা মারে এক প্রৌঢ়কে ৷ ধাক্কা মারার পর চালক পালাতে চেষ্টা করলে স্থানীয়রা ধরে ফেলে তাকে ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

টালিগঞ্জে পথ দুর্ঘটনা
টালিগঞ্জে পথ দুর্ঘটনা

By

Published : Oct 31, 2020, 1:48 PM IST

কলকাতা, 31 অক্টোবর : পথ দুর্ঘটনায় মৃত্যু হল প্রৌঢ়ের ৷ ঘটনাটি টালিগঞ্জের নেতাজি সুভাষ চন্দ্র বোস রোডের ৷ মৃতের নাম গৌরাঙ্গ চৌধুরি (64) ৷ পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ইতিমধ্যেই পণ্যবাহী গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ ।

গৌরাঙ্গবাবুর বাড়ি নেতাজি নগর থানা এলাকার সূর্যনগরে । সকাল সাতটা নাগাদ রাস্তা দিয়ে হাঁটছিলেন তিনি ৷ সেই সময় পণ্যবাহী গাড়িটি পিছন থেকে এসে তাঁকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে ৷ কিন্তু তার আগেই গাড়িচালককে ধরে ফেলেন স্থানীয়রা । এদিকে, শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর চোট পান গৌরাঙ্গবাবু । রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় বাঘাযতীন স্টেট জেনেরাল হাসপাতালে । সেখানেই তাঁর মৃত্যু হয় ।

পুলিশ সূত্রে খবর, গাড়ির চালকের নাম মণিরুল হক । তার বাড়ি বর্ধমানের কেতুগ্রাম থানা এলাকার মোড়গ্রামে । ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ । মৃতের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ।

ABOUT THE AUTHOR

...view details