পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ক্যাম্পাসে এলেই মারধর, বাম সংগঠনের বিরুদ্ধে হুমকির অভিযোগ - Left Union

অভিযোগ, SFI ও অতিবামপন্থী ছাত্রসংগঠনের পক্ষ থেকে নাকি ফেসবুক লেখা হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকলেই সুরঞ্জন সরকারকে মারধর করে খালে ফেলে দেওয়া হবে ৷

ক্যাম্পাসে এলেই মারধর, বাম সংগঠনের বিরুদ্ধে হুমকির অভিযোগ

By

Published : Sep 23, 2019, 1:41 AM IST

Updated : Sep 23, 2019, 2:25 AM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর : ABVP-এর রাজ্য সহ-সম্পাদক সুরঞ্জন সরকারকে ফেসবুকে হুমকি । অভিযোগ, SFI ও অতিবামপন্থী ছাত্রসংগঠনের পক্ষ থেকে নাকি
ফেসবুক লেখা হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকলেই সুরঞ্জন সরকারকে মারধর করে খালে ফেলে দেওয়া হবে ৷ প্রসঙ্গত, সুরঞ্জন সরকার JU-র ছাত্র ইউনিটের কনভেনর ।

যদিও এই ফেসবুকে হুমকি নিয়ে সুরঞ্জন দাসের ফেসবুক ওয়ালে বিভিন্ন মতামত দেখা গিয়েছে । যাদবপুর ইশুতে কেউ যেমন আক্রমণ করেছেন । কেউ আবার সুরঞ্জনের পাশে দাঁড়িয়েছে । তবে অভিযোগ, একাধিক হুমকি পোস্টে তাঁকে মারধরের কথা বলা হয়েছে ৷

ক্যাম্পাসে এলেই মারধর, বাম সংগঠনের বিরুদ্ধে হুমকির অভিযোগ

এই বিষয়ে সুরঞ্জন সরকার জানিয়েছেন, "আমি কোনও হুমকিকেই ভয় পাই না । যারা ফেসবুক হুমকি দিচ্ছে । তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব ৷"

Last Updated : Sep 23, 2019, 2:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details