পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে বিক্ষোভ, অবরোধ ABVP-র - ABVP protests in front of gate 4 of Jadavpur University

বাবুল সুপ্রিয়কে আটকে রাখা ও হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ দেখাল ABVP ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখায় তারা ৷

এবিভিপির বিক্ষোভ

By

Published : Sep 19, 2019, 9:13 PM IST

Updated : Sep 19, 2019, 9:33 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর : বাবুল সুপ্রিয়কে আটকে রাখা ও হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ দেখাল ABVP ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখায় তারা ৷ করা হয় অবরোধ ৷ টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখানো হয় ৷

আজ যাদবপুরের কে পি বসু মেমোরিয়াল হলে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে ABVP ৷ আমন্ত্রণ পেয়ে বিশ্ববিদ্যালয়ে যান বাবুল সুপ্রিয়৷ এরপরই SFI ও অন্য বামপন্থী ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ লাল-কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে বিশ্বিবদ্যালয়ের উপাচার্য ও অন্য আধিকারিকরা পৌঁছালে তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাবুল সুপ্রিয়৷ বিক্ষোভের মাঝেই মেমোরিয়াল হলের অনুষ্ঠানে দিকে যাওয়ার চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে বোতল ও ইট ছোড়া হয় বলে অভিযোগ ৷ কোনওরকমে বাবুল ABVP আয়োজিত অনুষ্ঠানে পৌঁছান ৷ অনুষ্ঠান শেষ করে বেরিয়ে আসার সময় বাবুলকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় ছাত্র সংগঠনের সদস্যরা ৷

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : যাদবপুরে "ক্ষুব্ধ" রাজ্যপাল, বিক্ষোভের মাঝেই বের করে আনলেন বাবুলকে

Last Updated : Sep 19, 2019, 9:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details