কলকাতা 14 জুন: রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলের (Additional Advocate General) পদ থেকে ইস্তফা দিতে চেয়ে চিঠি দিলেন অভ্রতোষ মজুমদার (Abhratosh Majumdar)। দীর্ঘদিন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল পদে রয়েছেন তিনি ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগে তাঁর ভাই জয়তোষ মজুমদারকে রাজ্য সরকারে প্লিডার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ সেই ক্ষোভ থেকেই এই পদত্যাগের ইচ্ছা কিনা? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
অভ্রতোষ মজুমদার (Abhratosh Majumdar) তাঁর পদত্যাগপত্রে লিখেছেন, গত প্রায় এক দশক ধরে রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল (Additional Advocate General) পদে ছিলেন ৷ যে অভিজ্ঞতা খুবই সুন্দর বলে জানিয়েছেন তিনি ৷ কিন্তু, এখন তিনি নিজেকে অন্য কাজে নিয়োজিত করতে চান বলে ইচ্ছাপ্রকাশ করেছেন ৷ তাই রাজ্য সরকার যেন তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে ৷
অভ্রতোষ মজুমদারের লেখা সেই চিঠি গত 10 জুন রাজ্যের সরকারি প্লিডার পদ থেকে জয়তোষ মজুমদারকে অব্যাহতি দেয় নবান্ন ৷ সেই জায়গায় বসানো হয়েছে বর্ষীয়ান আইনজীবী অনির্বাণ রায়কে । জয়তোষ মজুমদার সম্পর্কে অভ্রতোষ মজুমদারের ভাই । যাঁরা সরকারি প্লিডার পদে কর্মরত থাকেন, তাঁরা মূলত হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে হওয়া সব দেওয়ানি মামলার দায়িত্বে থাকেন ৷ আইনজীবী মহলের একাংশের প্রশ্ন, ভাইকে প্লিডার পদ থেকে সরিয়ে দেওয়ার জন্যই কি অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল পদ থেকে ইস্তফা দিতে চেয়ে চিঠি পাঠালেন অভ্রতোষ মজুমদার ? সেই প্রশ্ন এখন ঘুরছে হাইকোর্টের অন্দরে ।
আরও পড়ুন : ত্রিপল চুরি মামলায় শুভেন্দুর বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট
প্রসঙ্গত, রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল হিসেবে অভ্রতোষ মজুমদারের সওয়াল বেশ বাহবা পায় বিচারপতিদের কাছে । আইনি সমস্ত ব্যাপারে তাঁর গভীর জ্ঞান বিচারপতি থেকে আইনজীবী সব পক্ষকেই আলোকিত করে । এমনকি রাজ্যের বর্তমান অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত নিজে মামলার শুনানির সময় বহুবার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলের প্রশংসা করেছেন ।