পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আচার্যের ক্ষমতা খর্বে রাজ্য়ের আইনজীবী অভিষেক মনু সিংভি - ক্ষমতা খর্ব

2017 সালের বিশ্ববিদ্যালয় ও কলেজ পরিচালন ও নিয়ন্ত্রণ আইনের 17 নম্বর ধারা অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্য়ালয়গুলিতে ক্ষমতা কমছে রাজ্যপাল তথা আচার্যের ৷ এরই বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা ৷ সেই মামলায় রাজ্যের হয়ে সওয়াল করবেন প্রখ্যাত আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি ৷

wb_kol_02_university -Chancellor- to- be- non- effective- due to - the- new rule _pil_10003
আচার্যের ক্ষমতা খর্বে রাজ্য়ের আইনজীবী অভিষেক মনু সিংভি

By

Published : Feb 26, 2021, 8:58 PM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি: রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যকে ক্ষমতাহীন করতে নয়া বিধি এনেছে রাজ্য সরকার ৷ এই অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা ৷ সেই মামলায় এবার রাজ্যের হয়ে সওয়াল করবেন প্রখ্যাত আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি ৷

2017 সালের বিশ্ববিদ্যালয় ও কলেজ পরিচালন ও নিয়ন্ত্রণ আইনের 17 নম্বর ধারা অনুযায়ী এই নতুন আইন কার্যকর করেছে রাজ্য। নতুন আইনে বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক উপাধি দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তৈরি তালিকা রাজ্যপালের কাছে পাঠানো বাধ্যতামূলক নয়। পাশাপাশি, সেই তালিকা রদবদলের ক্ষমতাও আর রাজ্যপালের হাতে নেই । শুধুমাত্র অনুমোদনের জন্য তাঁকে প্রস্তাব পাঠানো হবে ৷ সেইসঙ্গে, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান, যোগাযোগ কর্মসূচি, উপাচার্য নিয়োগ, পরিচালন কমিটির বৈঠক-সহ সমস্ত ক্ষেত্রেই রাজ্যপাল তথা আচার্যকে কার্যত ক্ষমতাহীন করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:জনতার টাকায় মমতার বই কেনা হচ্ছে কেন ? কলকাতা হাইকোর্টে রুজু মামলা

রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন রাজ্যেরই বেশ কয়েকটি কলেজের অধ্যাপকরা। তাঁদের তরফে আইনজীবী সৌম্য মজুমদার শুক্রবার দীর্ঘক্ষণ সওয়াল করেন। তিনি মূলত উচ্চশিক্ষা আইনের বিভিন্ন ধারা, উপধারা উল্লেখ করে দেখান যে রাজ্য একতরফাভাবে এই আইন বলবত করতে পারে না।

উল্টোদিকে রাজ্যের অ্য়াডভোকেট জেনারেল এবং প্রখ্যাত আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভির যুক্তি ছিল, এই বিষয়টি কোনওভাবেই জনস্বার্থ মামলা হিসেবে বিবেচিত হতে পারে না। যদিও সময়ের অভাবে এদিন প্রধান বিচারপতি তাঁদের সওয়াল শুনতে পারেননি ৷ আগামী 4 মার্চ তাঁরা তাঁদের পক্ষ পেশ করবেন প্রধান বিচারপতির বেঞ্চের এজলাসে ৷

ABOUT THE AUTHOR

...view details