কলকাতা, 26 ফেব্রুয়ারি: রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যকে ক্ষমতাহীন করতে নয়া বিধি এনেছে রাজ্য সরকার ৷ এই অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা ৷ সেই মামলায় এবার রাজ্যের হয়ে সওয়াল করবেন প্রখ্যাত আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি ৷
2017 সালের বিশ্ববিদ্যালয় ও কলেজ পরিচালন ও নিয়ন্ত্রণ আইনের 17 নম্বর ধারা অনুযায়ী এই নতুন আইন কার্যকর করেছে রাজ্য। নতুন আইনে বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক উপাধি দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তৈরি তালিকা রাজ্যপালের কাছে পাঠানো বাধ্যতামূলক নয়। পাশাপাশি, সেই তালিকা রদবদলের ক্ষমতাও আর রাজ্যপালের হাতে নেই । শুধুমাত্র অনুমোদনের জন্য তাঁকে প্রস্তাব পাঠানো হবে ৷ সেইসঙ্গে, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান, যোগাযোগ কর্মসূচি, উপাচার্য নিয়োগ, পরিচালন কমিটির বৈঠক-সহ সমস্ত ক্ষেত্রেই রাজ্যপাল তথা আচার্যকে কার্যত ক্ষমতাহীন করে দেওয়া হয়েছে।