পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দলছুট ঠেকাতে মমতার নির্দেশে নিয়মিত তৃণমূল ভবনে সময় দেবেন অভিষেক-শুভেন্দু

দলের কাজে তৃণমূলের মূল কার্যালয়ে এবার থেকে পাওয়া যাবে অভিষেক, শুভেন্দু, রাজীবদের । মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটি দিনে কার্যালয়ে থাকবেন তাঁরা ।

ফাইল ফোটো

By

Published : Jun 1, 2019, 9:25 PM IST

কলকাতা, 1 জুন : এবার থেকে আরও বেশি করে সময় দিতে হবে দলকে । নিয়ম করে বসতে হবে তৃণমূল ভবনে । দেখতে হবে দলের বিভিন্ন বিষয় । সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের এমনই নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর নির্দেশ মেনে প্রতি শুক্রবার দলের প্রধান কার্যালয়ে বসার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক । সেখানেই প্রতি বুধবার বসবেন শুভেন্দু ও সোমবার করে বসবেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।

দলের খারাপ ফলের পরেরদিনই মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক ডাকেন । কার্যত হারের কথা স্বীকার করে তিনি জানান, তিনি মানুষের জন্য বেশি কাজ করে ফেলেছেন । এবার থেকে দলের জন্য কাজ করবেন । তারপর একাধিক সাংগঠিক রদবদল হয় । কারও দায়িত্ব বাড়ে, কারও কমে । BJP যখন ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তখন একের পর এক সিদ্ধান্ত নেন মমতা । এটিও তার মধ্যে অন্যতম । দলের জন্য কাজ করতে তাই এবার অভিষেক, শুভেন্দু, রাজীবের উপর ভরসা দেখালেন তিনি । দলের প্রধান কার্যালয় থেকে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক, বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও জনসংযোগ তৈরির কাজ চালাবেন তৃণমূলের এই প্রথম সারির নেতারা ।

ABOUT THE AUTHOR

...view details