কলকাতা, 11 মে : অসমের মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC Leader Abhishek Banerjee) । রাজনৈতিক সফরে প্রথমবার অসম গিয়েছেন অভিষেক । গতবছর বিধানসভা নির্বাচন শেষ হয়েছে ওই রাজ্যে ৷
সামনে বড় নির্বাচন বলতে লোকসভা ভোট (Lok Sabha Elections 2024)। হাতে সময় দু'বছর । আগামী দু’বছরে দলের জন্য লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অভিষেক । রিপুন বোরা, সুস্মিতা দেবদের লোকসভায় 10 টি আসন জয়ের লক্ষ্যমাত্রা দিলেন তিনি । একই সঙ্গে উস্কে দিলেন ভূমিপুত্রের আবেগ । বললেন, ‘‘অসম দিল্লির রিমোট কন্ট্রোলে চলবে না । অসমের স্বর্ণযুগের গৌরব ফিরিয়ে আনতে হবে । অসমকে শাসন করবে না বাংলা, অসমকে শাসন করবে না দিল্লি বা গুজরাট । অসম চালাবে অসমের জনতাই ।’’
এদিন গুয়াহাটিতে পা রেখেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রথমে যান কামাক্ষ্যা মন্দিরে । সেখানে পুজো দিয়ে দলের রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন তিনি । সেখানেই দলীয় কর্মীদের নির্দেশ দেন, অসমে বিজেপির চোখে চোখ রেখে লড়াই করে করবে তৃণমূল (Abhishek Challenges BJP in Assam) । কোনভাবেই বিজেপির জয়ের কাছে মাথা নোয়াবে না ঘাসফুল শিবির ।
তিনি বলেন, ‘‘আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে ত্রিপুরা এবং মেঘালয়ে । দুই নির্বাচনে বিজেপিকে সরিয়ে ক্ষমতা দখল করবে তৃণমূল ৷’’ অভিষেকের দাবি, অসমেও বিজেপির চোখে চোখ রেখে লড়বে ঘাসফুল শিবির ৷ এই রাজ্য থেকে বিজেপিকে হটিয়ে ছাড়বে । তিনি বলেন, ‘‘আপনারা শুধু অসমের 14 টি আসনের মধ্যে লোকসভায় 10টি আসন নিশ্চিত করুন ।’’
এদিন এই মঞ্চ থেকে কংগ্রেসকেও আক্রমণ করতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায় । কিভাবে দলীয় কর্মীদের জন্য সংগঠন তৈরি করতে হবে, তাও বাতলে দেন তিনি । অভিষেকের কথায়, ‘‘আমরা সবাই একসময় কংগ্রেস করেছি ৷ কিন্তু কংগ্রেসকে দিয়ে হবে না ৷ ঘরে বসে বড় বড় ভাষণ দিয়ে বিজেপি-কে হারানো যাবে না ৷ আমরা ছোট বড় সব রাজনৈতিক দলকে সম্মান করি ৷ কিন্তু গত আট বছরে কংগ্রেস বিজেপির কাছে ক্রমাগত হারছে, আর আমরা বিজেপিকে হারাচ্ছি ৷ এটাই কংগ্রেসের সঙ্গে আমাদের পার্থক্য ৷’’