নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় আগামী 12 অক্টোবর দিল্লি আদালতে সশরীরে হাজিরা দেবেন ৷ আজ, বৃহস্পতিবার তাঁর আইনজীবী আদালতে এই বিষয়টি জানিয়েছেন ৷ এদিন ওই মামলার শুনানি ছিল ৷ সেখানেই রুজিরার আইনজীবী এই কথা জানিয়েছেন ৷
অগস্ট মাসে কয়লাপাচার কাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদ করার জন্য রুজিরাকে সমন পাঠায় ইডি ৷ কিন্তু করোনা পরিস্থিতির কারণে তিনি দিল্লিতে গিয়ে হাজিরা দিতে পারবেন না বলে জানান ৷ পরে এই নিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করা হয় রুজিরার তরফে ৷
আরও পড়ুন :Abhishek Banerjee : বিজেপিকে হারাতে ব্যর্থ কংগ্রেস, অভিযোগ অভিষেকের
সেই মামলার শুনানিতে আদালত রুজিরাকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ সেই হাজিরার দিন ছিল আজ, বৃহস্পতিবার ৷ কিন্তু এদিন আদালতে হাজির হননি রুজিরা ৷ বরং করোনার কারণ দেখিয়ে তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাজিরা দেন ৷
তখনই রুজিরার আইনজীবী আদালতকে জানান যে আগামী 12 অক্টোবর আদালতে সশরীরে হাজিরা দেবেন রুজিরা ৷ জানা গিয়েছে, আদালত ওই দিন অভিষেকের স্ত্রী রুজিরাকে হাজিরার নির্দেশ দিয়েছেন ৷
আরও পড়ুন :Narendra Modi : দেশের চিকিৎসা পরিকাঠামোকে ঢেলে সাজাচ্ছে কেন্দ্র, দাবি প্রধানমন্ত্রীর
প্রসঙ্গত, এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি ৷ সংস্থার দিল্লির অফিসে গিয়ে হাজিরা দেন অভিষেক ৷ তার পর একাধিকবার তাঁকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয় ইডির তরফে ৷ কিন্তু তিনি হাজিরা দেননি ৷