কলকাতা, 14 অগস্ট: একদিকে নিয়োগ দুর্নীতি মামলায় দলের প্রাক্তন মহাসচিব জেলবন্দি । সিবিআই হেফাজতে রয়েছেন দলের আরেক হেভিওয়েট নেতা তথা বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । এই অবস্থায় মধ্যরাত্রে স্বাধীনতা দিবস পালন করবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । প্রবল বৃষ্টির মধ্যেই এ দিন বিকেল থেকে দলের কর্মসূচি রয়েছে । এরমধ্যে কয়েকটিতে যোগ দেবেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এ দিন স্বাধীনতা দিবসের (Independence Day 2022) অনুষ্ঠানে তাঁর বেহালায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে । একইভাবে যোগ দেবেন রাতে মিলন সংঘের অনুষ্ঠানেও । এ সবের মধ্যেই দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মধ্যরাত্রে 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
এ দিন স্বাধীনতা দিবস উপলক্ষে একটি টুইট বার্তায় অভিষেক লেখেন, "ভারত, আমাদের গর্ব ! ভারত, আমাদের শক্তি ! ভারত, আমাদের মাতৃভূমি ! আমাদের দেশের গৌরবের জন্য, আমরা ভারতীয়রা দুর্দান্ত মাইলফলক অর্জন করব । আমাদের দেশের উন্নতির জন্য, আমরা ভারতীয়রা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব । আমরা, ভারতবাসী । মাতৃভূমির প্রতি আমাদের ভক্তি সকলকে ছাড়িয়ে যায় । আমরা গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকারকে সবার আগে রাখি । আসুন আমরা সবাই ভারতের জন্য আমাদের ভাবধারা আদান-প্রদান করি ।" এ দিন দেশাত্মবোধের এই ভাবনাকে আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।
আরও পড়ুন:দেশের প্রতি ভালোবাসাই আমাদের বেঁধে রেখেছে, স্বাধীনতার 75 বছরে ঐক্যবদ্ধ হওয়ার ডাক মমতার
এখন প্রশ্ন হল রাত বারোটায় কী বলবেন অভিষেক ? দলের একের পর এক নেতা নাম জড়াচ্ছে, তখন মধ্যরাত্রের বক্তব্যে আগামী দিনে তৃণমূল কোন পথে চলবে, কেমন হবে, সে বিষয়ে বার্তা দিতে পারেন । একই সঙ্গে দলের জন্য নতুন জনসংযোগ কর্মসূচিও রাতের এই বক্তব্য থেকে ঘোষণা করতে পারেন । এখন তিনি কী বলেন সে দিকে নজর গোটা রাজ্যের । প্রথমে পার্থ, তারপর অনুব্রত - দলের দুই প্রথম সারির নেতার গ্রেফতারি যখন তৃণমূলের ভাবমূর্তিকে তলানিতে পৌঁছে দিয়েছে, তখন ঠিক কীভাবে ক্রাইসিস ম্যানেজার হিসেবে উপস্থিত হন দলের শীর্ষ নেতৃত্ব, সেদিকে চোখ রয়েছে গোটা রাজ্যের । এখন দেখার রাতের সেই ভাষণ থেকে শেষ পর্যন্ত কী বলেন অভিষেক ।