বিধাননগর, 2 সেপ্টেম্বর : কয়লা (Coal Smuggling Scam) ও গরুপাচার (Cattle Smuggling Scam) নিয়ে বিজেপি (BJP) যত তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দিকে আঙুল তুলছে, ততই ঘাসফুল শিবিরও পালটা প্রশ্ন তুলছে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ৷ এদিন ইস্যুতে আরও কয়েকধাপ এগিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Home Minister Amit Shah) আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ তাঁর কথায়, কয়লা ও গরুপাচার আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি বা হোম মিনিস্টার স্ক্যাম ৷
শুক্রবার কয়লাপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ সকাল সাড়ে 10টা নাগাদ বিধাননগরের সিজিও কমপ্লেক্সে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বিকেল সাড়ে 5টা নাগাদ তিনি সেখান বেরিয়ে আসেন ৷ তার পর সাংবাদিকদের মুখোমুখি হন ৷
সেখানে তিনি সরাসরি আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ তিনি বলেন, ‘‘কয়লা কেলেঙ্কারি, বা গরুপাচার কেলেঙ্কারি বলে কিছু নেই । এ সবটাই স্বরাষ্ট্রমন্ত্রক কেলেঙ্কারি । রাজনৈতিকভাবে বিরোধীদের মোকাবিলা না করতে পেরে এজেন্সি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে ।’’