পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Abhishek Banerjee: দিল্লির কাছে হাত পাতবে না বাংলা, বিজেপিকে বার্তা অভিষেকের - তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার বেলা সাড়ে 12টা নাগাদ 21 জুলাইয়ের সভামঞ্চে বক্তৃতা করতে ওঠেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) ৷ তিনি সরাসরি আক্রমণ করেন বিজেপিকে ৷ তিনি জানালেন, দিল্লির কাছে হাত পাতবে না বাংলা ৷

Abhishek Banerjee Slams Modi Government from TMCs 21 July Rally
Abhishek Banerjee: দিল্লির কাছে হাত পাতবে না বাংলা, বিজেপিকে বার্তা অভিষেকের

By

Published : Jul 21, 2022, 3:06 PM IST

Updated : Jul 21, 2022, 5:08 PM IST

কলকাতা, 21 জুলাই : প্রত্যাশিতভাবেই ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ (TMCs 21 July Rally) থেকে সরাসরি ভারতীয় জনতা পার্টিকে (BJP) আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) ৷ প্রবল বর্ষণের মধ্যেই ভাষণ দিতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি, দিল্লির কাছে বাংলা হাত পাতবে না ৷

বৃহস্পতিবার বেলা সাড়ে 12টা নাগাদ মঞ্চে বক্তৃতা দিতে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তখন বৃষ্টি হচ্ছে মুষলধারে ৷ যা দেখে অভিষেক কর্মীদের উদ্দেশ্যে বললেন, বৃষ্টি 21 জুলাইয়ের জন্য শুভ ৷ 21 জুলাই যতবার বৃষ্টি হয়েছে, ততবার বিরোধীরা ধরাশায়ী হয়েছে ৷

তার পর মিনিট 20-র সংক্ষিপ্ত ভাষণে বিজেপি আক্রমণ করলেন ৷ তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া কর্মীদের মীরজাফর বলে উল্লেখ করে সমালোচনায় সরব হলেন ৷ তাঁর কথায়, তৃণমূলকে (Trinamool Congress) যতই আঘাত করা হবে, ততই শক্ত হবে দল ৷

Abhishek Banerjee: দিল্লির কাছে হাত পাতবে না বাংলা, বিজেপিকে বার্তা অভিষেকের

এছাড়া কর্মীদের উদ্দেশ্যে অভিষেকের বার্তা, তৃণমূল করতে গেলে নির্ভয়ে ও লোভ ছাড়াই করতে হবে ৷ কাছের লোক হলেই পঞ্চায়েতে টিকিট পাওয়া যাবে না ৷ বরং মানুষ যাঁকে চাইবে তাঁকে প্রার্থী করা হবে ৷ একই সঙ্গে তাঁর বার্তা, মানুষের জন্য ভাবলে তবেই তৃণমূল করা যাবে ৷ তৃণমূল করতে গেলে ঠিকাদারি করা যাবে ৷

এর পরই তিনি সরাসরি আক্রমণ করেন বিজেপিকে ৷ তাঁর সরাসরি হুঁশিয়ারি, এদিনের সমাবেশ থেকে পঞ্চায়েত গড়ার লড়াই শুরু হল ৷ একই সঙ্গে দিল্লিতে গণতান্ত্রিক সরকার গড়ার লড়াই শুরু হল বলেও জানিয়েছেন অভিষেক ৷ সেই লড়াইয়ে শুধু বাংলা নয়, বাংলার বাইরেও তৃণমূল জিতবে বলেও জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

তিনি টেনে এনেছেন গত বিধানসভা নির্বাচনের (Bengal Assembly Elections 2021) প্রসঙ্গও ৷ তাঁর কথায়, 2019 সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল একটু খারাপ হয়েছিল ৷ সেই কারণে বিজেপি 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে দেবে বলে হুমকি দিয়েছিল ৷ তৃণমূলে ভাঙন ধরানোর হুঁশিয়ারি দিয়েছিল ৷ কিন্তু কোনও লাভ হয়নি ৷ বরং 214টি আসন জিতেছে তৃণমূল ৷

একই সঙ্গে তিনি কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তোপ দাগেন মোদি সরকারের (Narendra Modi Government) বিরুদ্ধে ৷ তিনি জানিয়েছেন, বাংলার মানুষের জন্য প্রকল্প বাংলার নামেই হবে ৷ টাকাও বাংলা যোগাবে ৷ বাংলা কোনওদিন কেন্দ্রের ভরসায় ছিল না ৷ আর কোনওদিন থাকবেও না ৷

আরও পড়ুন :Mamata Banerjee: মানুষের বৃষ্টি 24-এ বিজেপিকে ভারত থেকে ভাসিয়ে নিয়ে যাবে, হুঁশিয়ারি মমতার

Last Updated : Jul 21, 2022, 5:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details