কলকাতা, 29 অগস্ট: 21 জুলাই ধর্মতলায় শহিদ সমাবেশের পরদিনই বড়সড় ধাক্কা খেয়েছিল রাজ্যের শাসক দল ৷ দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করে হেফাজতে নিয়েছিল ইডি ৷ সোমবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূত যেন তাড়া করে বেড়াল ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্বকে ৷ সোমবারের সমাবেশের পরে কেন্দ্রীয় এজেন্সির লক্ষ্য হতে পারেন দলেরই কেউ ৷ এমনকী সেটা চার-পাঁঁচদিনের মধ্যেই ৷ জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee slams ED CBI) ৷
তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সভামঞ্চ থেকে সোমবার অভিষেক বলেন, "বিজেপি হাজার চেষ্টা করেও মমতা বন্দোপাধ্যায় পর্যন্ত পৌঁছতে পারবে না। বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকেছেন মমতা। তবে মমতাকে কুত্সা করে আটকানো যাবে না। তৃণমূলের ছাত্র-যুবরাই 10 গোলে হারিয়ে দেবে।" ডায়মন্ড হারবারের কথায় এদিন তাৎপর্যপূর্ণভাবে জায়গা পেয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গ। একইসঙ্গে তার গলায় ধরা পড়েছে শঙ্কাও। অভিষেক এদিন বলেন, "21 জুলাইয়ের সভার পরেই গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে, আজকের সভার পরেও হয়তো কাউকে গ্রেফতার করা হবে। তবে মনে রাখবেন গ্রেফতার করে তৃণমূলকে আটকানো যাবে না।"
পাশাপাশি এদিন কয়লা চুরি, গরু চুরি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তাঁর অভিযোগ, "বিএসএফ-এর নাকের ডগায় কয়লা, গরু চুরি চলছে। পাচারের টাকা দিল্লি পৌঁছে যাচ্ছে ৷ গরুপাচার আটকাতে ব্যর্থ অমিত শাহের দফতর। আর যত দোষ তৃণমূলের ঘাড়ে। এটা তৃণমূলের কোনো পাচার বা কেলেঙ্কারি নয়। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি।"