কলকাতা, 14 সেপ্টেম্বর : ত্রিপুরায় প্রশাসনের কাছে প্রতিবাদ মিছিলের অনুমতি চায় তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু তা পাওয়া যায়নি ৷ প্রশাসনের তরফে বলা হয়েছে, অন্য একটি রাজনৈতিক দলের মিছিল থাকার জন্য কর্মসূচির অনুমতি দেওয়া হচ্ছে না ৷ তারপরও জোর করে মিছিল করতে গেলে কড়া ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে ৷ টুইটে তারই নিন্দা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ তাঁর দাবি, ত্রিপুরায় বিজেপি ভয় পেয়েছে ৷ তাই এমন করছে ৷ হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Kumar Deb)-কেও ৷ ত্রিপুরা সরকারের নিন্দা করেছেন দলীয় মুখপাত্র কুণাল ঘোষও (Kunal Ghosh) ৷ এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস তাদের পরবর্তী পদক্ষেপ কী হয়, তা ঠিক করবে এদিন ৷
15 এবং 16 সেপ্টেম্বর ত্রিপুরায় প্রতিবাদ মিছিল কর্মসূচির পরিকল্পনা রয়েছে তৃণমূল কংগ্রেসের ৷ নিয়ম মেনে তারই অনুমতি চাওয়া হয় প্রশাসনকে কাছে ৷ সেই অনুমতিই পাওয়া যায়নি ৷ প্রশাসনের তরফে বলা হয়েছে, 15 তারিখ অন্য একটি রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে ৷ আর পরের দিন 16 তারিখ-ও অনুমতি দেওয়া যাবে না কারণ তার পরের দিন অর্থাৎ 17 তারিখ বিশ্বকর্মা পুজো রয়েছে ৷ রাজ্যে বড় আকারে এই পুজো পালন করা হয় ৷ তার আগের দিনই তৃণমূলকে মিছিলের অনুমতি দেওয়া যাবে না কারণ সেদিন পুলিশ ট্রাফিক-সহ সামগ্রিক আইন-শৃঙ্খলা নিয়ে ব্যস্ত থাকবে ৷ এর প্রতিবাদে টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, ত্রিপুরায় বিজেপি ভয় পেয়েছে ৷ তাই এমন করছে ৷