পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

TMC Attack in Tripura : ত্রিপুরায় সুস্মিতার উপর আক্রমণের পর টুইটে সরব অভিষেক - Tripura TMC Attack

শুক্রবার ত্রিপুরায় প্রচারে গিয়ে আক্রান্ত হয়েছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) ৷ তারপরই টুইটে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ বিপ্লব দেব সরকারের তীব্র নিন্দা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

Tripura TMC Attack
ত্রিপুরায় সুস্মিতার উপর আক্রমণের পর টুইটে সরব অভিষেক

By

Published : Oct 22, 2021, 6:13 PM IST

কলকাতা, 22 অক্টোবর : ত্রিপুরায় জনসংযোগের লক্ষ্যে ময়দানে নেমে ফের আক্রান্ত হল তৃণমূল । শুক্রবার পশ্চিম ত্রিপুরার আমতালি বাজারের কাছে আক্রান্ত হন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) ৷ তাঁর গাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা ৷ এমন আক্রমণের ঘটনায় দলীয় কর্মীদের পাশাপাশি খানিক জখম হয়েছেন সাংসদ নিজেও ৷ এমন ঘটনার পরই টুইটে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷

দলীয় সাংসদের উপর আক্রমণের পর বিপ্লব দেব সরকারের তীব্র ভাষায় নিন্দা করেন অভিষেক ৷ টুইটে লেখেন, "বিপ্লব দেবের অধীনে বিজেপি গুন্ডারাজ চালাচ্ছে ৷ রাজনৈতিক বিরোধীদের উপর আক্রমণের ঘটনায় নতুন রেকর্ড স্থাপন করছে তারা ৷ রাজ্যসভার একজন মহিলা সাংসদকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে ৷ ত্রিপুরায় বিজেপি গুন্ডাদের সুস্মিতা দেবের উপর এই আক্রমণ লজ্জাজনক ! এটা রাজনৈতিক সন্ত্রাস ! তাদের সময় ঘনিয়ে এসেছে । ত্রিপুরার মানুষ এর উত্তর দেবেন !"

গতকাল থেকেই ত্রিপুরাজুড়ে নয়া জনসংযোগ কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস । এই কর্মসূচিতে 12 দিন ধরে 'ত্রিপুরার জন্য তৃণমূল' নাম নিয়ে পথে নেমেছে তৃণমূল । তার আওতায় সেখানকার 8টি জেলা, 58টি ব্লক এবং 20টি শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রান্তিক মানুষের কাছে পৌঁছনোর পরিকল্পনা রয়েছে দলীয় নেতৃত্বের । ক্ষমতায় এলে কীভাবে তৃণমূল কাজ করবে, তা বোঝানো হচ্ছে সাধারণ মানুষকে । রাজ্যের স্টিয়ারিং কমিটির সদস্য, রাজ্য যুব কমিটি এবং স্থানীয় নেতারা তিন ভাগে ভাগ হয়ে 31 অক্টোবর পর্যন্ত এই জনসংযোগ কর্মসূচি চালাবেন । তাঁরা প্রতিটি ব্লক এলাকায় যাবেন । এই কর্মসূচিতে পথে নেমে এদিন পশ্চিম ত্রিপুরার আমতালিতে আক্রান্ত হলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব । জানা গিয়েছে, এদিন তৃণমূল কর্মীদের পাশাপাশি আইপ্যাক কর্মচারীর উপরও হামলা চালায় বিজেপি ৷ ছিনিয়ে নেওয়া হয় ফোন ৷

এই প্রথম নয় ৷ এর আগেও ত্রিপুরায় আক্রান্ত হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে দলীয় নেতা-কর্মীদের হেনস্থার মুখে পড়তে হয়েছে বারবার ৷ তৃণমূলের ছাত্র-যুবনেতাদের উপর আক্রমণ চালানো হয়েছে ৷ প্রত্যেকবারই অভিযোগ আঙুল উঠেছে বিজেপির দিকেই ৷ একাধিক বার সফরসূচি বাতিল করতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ৷ আইনি জটিলতার মুখোমুখিও হতে হয়েছে তাঁকে ৷ তারপর এদিন একইভাবে আক্রমণের মুখে পড়তে হল সুস্মিতা দেবকে ৷

আরও পড়ুন : TMC Attacked inTripura: ত্রিপুরায় এবার আক্রান্ত তৃণমূল সাংসদ সুস্মিতা দেব

ABOUT THE AUTHOR

...view details