কলকাতা, 17 জুন : দু'বছর পর একুশে জুলাই উদযাপন ফিরছে ধর্মতলায় । তার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (AITC Leader Abhishek Banerjee) স্পষ্ট নির্দেশ, দলের শহিদ দিবসের অনুষ্ঠানের নাম করে চাঁদা তোলা যাবে না । চাঁদা নেওয়ার অভিযোগ এলেই সরাসরি বহিষ্কার করা যাবে । কারণ, সারা দেশ তাকিয়ে তৃণমূল কংগ্রেসের 21 জুলাইয়ের সমাবেশের দিকে (AITC 21 July Programme) । আর তাতে দশ পয়সাও চাঁদার অভিযোগ প্রমাণিত হলে বহিষ্কার করা হবে ।
কোভিড কালে বিগত দুই বছর একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ প্রকাশ্যে করতে পারেনি তৃণমূল । দু'বছরই ভার্চুয়াল সমাবেশ হয়েছিল৷ কালীঘাট মিলন সংঘ থেকে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী । তৃণমূলের নেতা কর্মীদের মতে, সেই সভা ধর্মতলা সমাবেশের ছায়ামাত্র । লক্ষ মানুষের উপস্থিতিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্য রাখেন রাজপথে, তখন যে উত্তাপ, ভালোবাসা ও আবেগের ছবি ধরা পড়ে, তা ভার্চুয়ালে কোথায় !
আর তাই একুশে জুলাইয়ের সমাবেশ আবার ধর্মতলায় ফিরে আসার কথা এবার ঘোষণা করল তৃণমূল (Trinamool Congress) । মেট্রোপলিটনে মূল বৈঠকের আগেই সোশ্যাল সাইটে জানিয়ে দেওয়া হল একুশের কর্মসূচি ফিরছে ধর্মতলায় । ছাত্র-যুব তৃণমূলের নেতৃত্বেই এইবারও হবে সেই অনুষ্ঠান ।
প্রতি বছর 21 জুলাইয়ের সমাবেশ থেকে দলের গোটা বছরের কর্মসূচি ঠিক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় । কেন্দ্র-বিরোধী লড়াইয়ের অভিমুখ স্পষ্ট করে দেন । তাঁর দল ইতিমধ্যে বড় হয়েছে । রাজ্যের বাইরে পা রেখেছে৷ একাধিক রাজ্যে লড়াইয়ের মধ্যে দিয়ে অত্যন্ত প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছে । তাই এবারের একুশে জুলাই অনেক বেশি গুরুত্বপূর্ণ ।
কীভাবে সমাবেশের আয়োজন করা হবে, তা স্থির করতে এদিন মেট্রোপলিটনের তৃণমূল ভবনে প্রস্তুতি বৈঠক করেন অভিষেক । তাতেই দলের নেতারা অংশ নেন । সেখানে অভিষেক জানিয়ে দেন, একুশের সমাবেশের জন্য 10 পয়সাও চাঁদা নেওয়া যাবে না । যদি কেউ দলের নির্দেশ অমান্য করে চাঁদা আদায় করেন, তবে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল । 24 ঘণ্টার মধ্যে করা হবে বহিষ্কার ।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন প্রস্তুতি বৈঠক শেষে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (AITC Leader Partha Chatterjee) এবং দলের জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায় সাংবাদিক বৈঠক করেন । সেখানে পার্থ চট্টোপাধ্যায় বলেন, আগামিকাল অর্থাৎ শনিবার থেকেই পুরোদস্তুর একুশে জুলাইয়ের প্রস্তুতি শুরু করবে দল । জেলায়-জেলায়, ব্লকে ব্লকে হবে প্রস্তুতি সভা । এবার একুশে জুলাইয়ের সমাবেশে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের বাসিন্দারা যাতে বেশি করে অংশ নিতে পারেন, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে । কারণ, ধর্মতলার সমাবেশে এসে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার ইচ্ছা থাকে উত্তরের নেতা-কর্মীদের ।
এদিন বৈঠক শেষে সোশ্যাল সাইটে আবার এই বৈঠক নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘21 শে জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগ আমাদের চিরস্মরণীয় । সকল তৃণমূল কংগ্রেসকর্মীর কাছে এই দিনটি অত্যন্ত আবেগের । গত দুই বছরের করোনা মহামারীর অধ্যায় কাটিয়ে উঠে এই বছর হতে চলা প্রকাশ্য জনসভার কর্মসূচিকে কেন্দ্র করে আমরা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ববর্গ আজ একটি সভায় উপনীত হয়েছিলাম । এই সভায় গৃহীত সিদ্ধান্ত যেন সকল অংশে সফল হয় এই কামনা করি ।’’
আরও পড়ুন :Santanu on Agnipath: জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস, ‘অগ্নিপথ’ প্রসঙ্গে কেন্দ্রকে নিশানা শান্তনু সেনের