কলকাতা, 23 জুলাই : 27 ঘণ্টা ধরে জেরার পর গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee Arrested) । এই অবস্থায় দলের অবস্থান কী হবে, তা নিয়ে আলোচনার জন্য ক্যামাক স্ট্রিটে জরুরি বৈঠক ডাকল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । মূলত, তৃণমূল শীর্ষ নেতৃত্বে উপস্থিত এই বৈঠকে । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ই (TMC Leader Abhishek Banerjee) এই বৈঠক ডেকেছেন বলে খবর ৷
বর্তমান পরিস্থিতিতে এখনও পর্যন্ত দল সামগ্রিকভাবে ইডির (ED) এই পদক্ষেপ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি । দলের তরফ থেকে বলা হচ্ছিল গোটা বিষয়ের উপর নজর রাখছে তৃণমূল কংগ্রেস । মনে করা হচ্ছে এই বৈঠক থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে ।
যদিও দলের কেউ প্রকাশ্যে এই নিয়ে মুখ খুলছেন না ৷ তবে বিশেষ সূত্র থেকে যতটুকু জানা যাচ্ছে, তাতে এই বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম, রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস ।