পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

TMC Meeting: পার্থর গ্রেফতারির পর ফিরহাদ-অরূপদের নিয়ে অভিষেকের বিশেষ বৈঠক - TMC Leader Abhishek Banerjee

শুক্রবার থেকে নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের (Bengal Minister Partha Chatterjee) বাড়িতে জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি ৷ শনিবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের এই মন্ত্রীকে গ্রেফতার করা হয় ৷ এই পরিস্থিতি এদিন বিকেলে বিশেষ বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Meeting with Senior TMC Leaders after Partha Chatterjee Arrest) ৷

abhishek-banerjee-meeting-with-senior-tmc-leaders-after-partha-chatterjee-arrest
TMC Meeting: পার্থর গ্রেফতারির পর ফিরহাদ-অরূপদের নিয়ে অভিষেকের বিশেষ বৈঠক

By

Published : Jul 23, 2022, 6:25 PM IST

Updated : Jul 23, 2022, 9:04 PM IST

কলকাতা, 23 জুলাই : 27 ঘণ্টা ধরে জেরার পর গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee Arrested) । এই অবস্থায় দলের অবস্থান কী হবে, তা নিয়ে আলোচনার জন্য ক্যামাক স্ট্রিটে জরুরি বৈঠক ডাকল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । মূলত, তৃণমূল শীর্ষ নেতৃত্বে উপস্থিত এই বৈঠকে । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ই (TMC Leader Abhishek Banerjee) এই বৈঠক ডেকেছেন বলে খবর ৷

বর্তমান পরিস্থিতিতে এখনও পর্যন্ত দল সামগ্রিকভাবে ইডির (ED) এই পদক্ষেপ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি । দলের তরফ থেকে বলা হচ্ছিল গোটা বিষয়ের উপর নজর রাখছে তৃণমূল কংগ্রেস । মনে করা হচ্ছে এই বৈঠক থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে ।

যদিও দলের কেউ প্রকাশ্যে এই নিয়ে মুখ খুলছেন না ৷ তবে বিশেষ সূত্র থেকে যতটুকু জানা যাচ্ছে, তাতে এই বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম, রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস ।

এখনও পর্যন্ত যা খবর, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস । শুধু তাই নয় উত্তর এবং দক্ষিণ দুই কলকাতাতেই ছাত্র যুব নেতৃত্ব যাঁরা দায়িত্বে আছেন, তাঁদের বলা হয়েছে যে অতি উৎসাহী হয়ে এখনই যেন কর্মীরা পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের বিরুদ্ধে পথে না নামে । যদি দলের তরফ থেকে কেউ অতি উৎসাহী হয়ে এ ধরনের প্রতিবাদ করে, তৃণমূল তা অনুমোদন করবে না ।

একই সঙ্গে এই বার্তা দিয়ে দলের কাউন্সিলর ও বিধায়কদেরও সতর্ক করা হয়েছে । আর এর থেকেই স্পষ্ট পার্থ চট্টোপাধ্যায় নিয়ে এখনই রাজপথে নেমে প্রতিবাদের পথে হাঁটবে না তৃণমূল কংগ্রেস । বরং ধীরে সুস্থে ভাবনা-চিন্তা করে আইনি সবদিক দেখেশুনে পরবর্তী পদক্ষেপের রাস্তায় হাঁটবে তৃণমূল কংগ্রেস । আর এর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তবে কি পার্থকে এবার ঝেড়েই ফেলতে চাই তৃণমূল কংগ্রেস ?

আরও পড়ুন :Partha Chatterjee: শান্তিনিকেতনে পার্থর নামে-বেনামে সম্পত্তি, 'হাওয়াবদল' করতে যেতেন মোনালিসা

Last Updated : Jul 23, 2022, 9:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details