কলকাতা, 13 মার্চ :আসন মেলেনি ঠিকই ৷ কিন্তু মাত্র চার মাসের প্রচারে গোয়া বিধানসভা নির্বাচনে ভোটবাক্সে যা প্রতিফলন এসেছে তাতে খুব একটা অখুশি নয় তৃণমূল শিবির ৷ তবে নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলের সঙ্গে আঁতাত গড়লেও নির্বাচনের ফল পরবর্তী সময়ে পদ্মশিবিরের হাত ধরেছে গোমন্তক পার্টি ৷ যা তৃণমূল সুপ্রিমোকে খুব একটা খুশি করতে পারেনি ৷ নির্বাচন প্রত্যাশিত ফলাফল কেন এল না, কোথায় খামতি রয়ে গেল-এই সমস্ত বিষয়ে পর্যালোচনার জন্য একটি রিভিউ কমিটি গড়লেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee made a committee for Goa assembly election review) ৷
বাংলার বাইরে সর্বভারতীয় ক্ষেত্রে এটাই প্রথম অ্যাসিড টেস্ট ছিল অভিষেকের ৷ তাই রিভিউ কমিটিও গড়লেন তিনি ৷ যার মাথায় হরিয়ানার তৃণমূল নেতা অশোক তানওয়ারকে বসালেন অভিষেক (The committee will be headed by Haryana TMC leader Ashok Tanwar) ৷ রয়েছেন সুস্মিতা দেব, সৌরভ চক্রবর্তীরাও ৷ যদিও উল্লেখযোগ্যভাবে এই কমিটিতে রাখা হয়নি মহুয়া মৈত্রকে ৷ যিনি গোয়ায় বিধানসভা নির্বাচনে দলের পর্যবেক্ষকের দায়িত্ব সামলেছিলেন ৷