কলকাতা, 15 অক্টোবর: দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চোখের চিকিৎসা করাতে আমেরিকায় গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Eye Operation) ৷ যা নিয়ে সোশাল মিডিয়ায় মিম তৈরি হয়েছে ৷ ব্যঙ্গ করে বলা হচ্ছে, স্বাস্থ্যসাথীর প্রকল্পে মার্কিন মুলুকে চোখের চিকিৎসা করাতে গিয়েছেন অভিষেক ৷ এবার সেই ব্যঙ্গের পালটা জবাব দিলেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ অভিষেকের ক্ষতিগ্রস্ত চোখে ছবি দিয়ে সমালোচকদের ‘অমানবিক’ বলে বিঁধলেন তিনি (Kunal Ghosh Criticise Memers As Inhuman) ৷
টুইটারে অভিষেকের ক্ষতিগ্রস্ত বাঁ-চোখের ছবি পোস্ট করে কুণাল ঘোষ লেখেন, ‘‘যাঁরা অভিষেকের চোখের চিকিৎসা এবং অস্ত্রোপচার নিয়ে অমানবিকভাবে সমালোচনা করছিলেন, তাঁদের ওঁর চোখের অবস্থা দেখা উচিত ৷ অভিষেকের এই চোখটি দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ৷ সম্প্রতি তাঁর অস্ত্রোপচার হয়েছে এবং তিনি পর্যবেক্ষণে রয়েছেন (Abhishek Banerjee is Under Doctors Observation) ৷ আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করি ৷’’ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও ভাইপো অভিষেকের চোখের অস্ত্রোপচার নিয়ে খোঁজ খবর নিয়েছেন ৷