পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Abhishek Banerjee: 21 জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও ধর্মতলায় অভিষেক - TMC Leader Partha Chatterjee

আগামী বৃহস্পতিবার শহিদ দিবসের কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের (TMCs 21 July Rally) ৷ কলকাতার ভিক্টোরিয়া হাউজের সামনে ওই সমাবেশ হবে ৷ সেখানেই বক্তৃতা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (TMC Chief Mamata Banerjee) ৷ তার আগে সেখানকার প্রস্তুতি খতিয়ে দেখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Inspects TMCs 21 July Rally Preparation) ।

Abhishek Banerjee Inspects TMCs 21 July Rally Preparation
Abhishek Banerjee: 21 জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও ধর্মতলায় অভিষেক

By

Published : Jul 19, 2022, 8:16 PM IST

কলকাতা, 19 জুলাই : একুশে জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার প্রথমে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এবং পরে ধর্মতলায় যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) ।

করোনা আবহে দু'বছর বন্ধ ছিল ধর্মতলায় একুশে জুলাইয়ের অনুষ্ঠান (TMCs 21 July Rally) । এবছর করোনা সংক্রমণের (Covid Infection) পরিমাণ কিছুটা কমায় আবার শহিদ তর্পণের অনুষ্ঠান ধর্মতলায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে । মূলত, এই সমাবেশ উপলক্ষে দূরদূরান্ত থেকে সাধারণ কর্মী সমর্থকেরা আজ থেকেই কলকাতায় আসতে শুরু করেছেন ৷

21 জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এদিন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাই ঘুরে দেখলেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যাঁরা থাকবেন, তাঁদের থাকার জন্য প্রস্তুতি ঠিকঠাক আছে কি না । এখনও পর্যন্ত ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রায় 400 জন কর্মী-সমর্থক এসে পৌঁছেছেন । মূলত, তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা এখানে থেকে পর্যালোচনা করছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বকসি (TMC Leader Subrata Bakshi), মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (TMC Leader Partha Chatterjee) এবং বিধায়ক তাপস রায় । এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে এসে তাঁদের সঙ্গেই সামগ্রিকভাবে এখানে কী ব্যবস্থা করা হয়েছে, সে বিষয়ে খোঁজখবর নিয়েছেন ।

21 জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

মূলত, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পুরুলিয়া থেকে আসা কর্মী-সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে । অভিষেক জানান, প্রায় 400 জনের মতো কর্মী-সমর্থক পুরুলিয়া থেকে এখানে এসেছেন । তাঁরা খাওয়া দাওয়া করতে গিয়েছেন । অনেক দূর থেকে এসেছেন, তাই তাঁদের বিশ্রাম প্রয়োজন রয়েছে ৷ সেই কারণে আর আলাদা করে তাঁদের সঙ্গে কথা বলেননি অভিষেক ৷ তবে সামগ্রিকভাবে গোটা পরিস্থিতি সম্পর্কে তিনি খোঁজ নিলেন ।

প্রসঙ্গত, গতকাল একুশে জুলাইয়ের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে গীতাঞ্জলি স্টেডিয়ামে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানকার পরিস্থিতিও তিনি খতিয়ে দেখেন । সেই মতো আজ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এলেন অভিষেক ।

21 জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বেশ কিছুক্ষণ থাকার পর বিকেল 5টা নাগাদ ধর্মতলায় সভাস্থলে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । যেখানে একুশে জুলাইয়ের মূল কর্মসূচির জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে । মঞ্চ প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে । যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chief Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও অন্যান্য রাজ্যের দলীয় প্রতিনিধিরা এখানে থাকবেন । তাই কড়া নিরাপত্তার বন্দোবস্ত রাখা হয়েছে ধর্মতলায় ।

এদিন সামগ্রিকভাবে সবটা ঘুরে দেখেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । এখানে শুধু মঞ্চের কাজকর্মের প্রস্তুতি নয়, পর্যালোচনা করেন নিরাপত্তার বিষয়টি নিয়েও । মোটের উপর বৃহস্পতিবার একুশে জুলাইয়ের মূল সমাবেশ থাকলেও তার আটচল্লিশ ঘণ্টা আগে থেকেই একুশে জুলাইয়ের সভাকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ব্যস্ততা তুঙ্গে ।

21 জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন :Special CM Security on 21 July: 21 জুলাই শহিদ দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তার পরিকল্পনা এসটিএফের

ABOUT THE AUTHOR

...view details