কলকাতা, 13 জুন: ত্রিপুরা বিধানসভা উপনির্বাচনের (Tripura Assembly By-election 2022) প্রচারে যোগ দিতে মঙ্গলবার সেরাজ্যে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ তৃণমূল সূত্রে খবর, ত্রিপুরায় দলীয় প্রার্থীদের নিয়ে রোড শো করবেন তিনি ৷ তারপর যোগ দেবে জনসভায় ৷ দলের তরফে জানানো হয়েছে, মোট দুই দফায় উপনির্বাচনের প্রচারে যাবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ মঙ্গলবারের পর আবার আগামী 20 জুন ত্রিপুরা সফরে যাবেন তিনি ৷
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি নিয়ে বলতে গিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুই দফায় প্রচার চালাবেন ৷ মঙ্গলবার তিনি একটি রোড শো করবেন এবং তারপর একটি সভায় থাকবেন ৷ জরুরি কাজে তাঁকে দিল্লি যেতে হবে ৷ তাই ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস আগামী 20 জুন তাঁকে ফের ত্রিপুরায় যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে ৷"