পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Abhishek Banerjee মানুষের পাশে থাকলে তবেই মিলবে পঞ্চায়েতের টিকিট, বার্তা অভিষেকের - Abhishek Banerjee

ক্যামাক স্ট্রিটে সোমবার বিকেলে সাংগাঠনিক বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন তাঁর সঙ্গে বৈঠক ছিল ঘাটাল মেদিনীপুর ও ঝাড়গ্রাম সাংগাঠনিক জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গে ৷ সেখানেই পঞ্চায়েত ভোট (Panchayat Election) নিয়ে বড় বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

Etv Bharat
পঞ্চায়েত নির্বাচন নিয়ে বড় বার্তা অভিষেকের

By

Published : Aug 22, 2022, 10:44 PM IST

কলকাতা, 22 অগস্ট: গতকাল অর্থাৎ রবিবারই রাজ্যের দু'টি পৌরসভার উপনির্বাচন সংবাদ শিরোনামে এসেছিল। সেখানেও শাসকদলের পেশি শক্তি ব্যবহার নিয়ে বিরোধীদের অভিযোগ জমা পড়েছিল ৷ ঠিক তার 24 ঘণ্টার মধ্যেই পেশি শক্তি ব্যবহারে রাশ টানতে কড়া বার্তা দিল তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। দলের তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হল কোনও নির্বাচনেই পেশি শক্তির ব্যবহার বরদাস্ত করা হবে না। শাসকদলকে যদি জিততে হয়, জিততে হবে নিজের সাংগাঠনিক শক্তির জোরে (Abhishek Banerjee gives a big message to party workers)।

সোমের বিকেলে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দুর্গাপুজো নিয়ে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে ব্যস্ত, ঠিক তখন ক্যামাক স্ট্রিটে সাংগাঠনিক বৈঠকে বসেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর সঙ্গে বৈঠক ছিল ঘাটাল, মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সাংগাঠনিক জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গে ৷ দলের মহাসচিব থাকাকালীন এই ঝাড়গ্রাম সাংগাঠনিক জেলা দেখতেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাঁর জেলযাত্রার কারণে এই জেলার সংগঠন ব্যাপক ধাক্কা খেয়েছিল। এদিন সেই জেলাকে নিয়ে বৈঠকে বসে বার্তা দিলেন অভিষেক ৷

পেশি শক্তি দিয়ে নির্বাচন করা যাবে না, সাংগাঠনিক শক্তিতেই জিততে হবে। যেখানে সাংগাঠনিক শক্তি থাকবে না, সেখানে বিরোধীরা জিতবে। পাশাপাশি এদিন দলীয় নেতাদের বার্তা দিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ জানান, রাজ্য সরকার গত 10 বছরে যে উন্নয়নের কাজ করেছে তাকে মানুষের দরজায় নিয়ে যেতে হবে। পাশাপাশি তাঁর বার্তা, পঞ্চায়েতে কোনওরকম বিশৃঙ্খলা করা যাবে না। ঐক্যবদ্ধ হয়ে মানুষের মন জয় করে, মানুষের পাশে থেকে থেকে কাজ করতে হবে।

আরও পড়ুন:দশহাজার টাকা করে বাড়ল ক্লাব পিছু অনুদান, নেতাজি ইন্ডোরে উদারহস্ত মমতা

এদিন অভিষেক এও বলেন যে, "দলের নেতা ধরে পঞ্চায়েতের টিকিট পাওয়া যাবে না। যারা মানুষের পাশে থাকবে দল তাদের প্রার্থী করার বিষয়ে ভাববে। জনবিচ্ছিন্ন কোনও নেতাকে দল টিকিট দেবে না।" তাঁর কথায়, "নিজের লোক হলেই সে টিকিট পাবে, এটা হবে না। নাম নিয়ে আলোচনা হবে। মানুষের পাশে যে থাকবে তাকেই টিকিট। দলের সিদ্ধান্তই মানতে হবে।"

ABOUT THE AUTHOR

...view details