কলকাতা, 22 অগস্ট: গতকাল অর্থাৎ রবিবারই রাজ্যের দু'টি পৌরসভার উপনির্বাচন সংবাদ শিরোনামে এসেছিল। সেখানেও শাসকদলের পেশি শক্তি ব্যবহার নিয়ে বিরোধীদের অভিযোগ জমা পড়েছিল ৷ ঠিক তার 24 ঘণ্টার মধ্যেই পেশি শক্তি ব্যবহারে রাশ টানতে কড়া বার্তা দিল তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। দলের তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হল কোনও নির্বাচনেই পেশি শক্তির ব্যবহার বরদাস্ত করা হবে না। শাসকদলকে যদি জিততে হয়, জিততে হবে নিজের সাংগাঠনিক শক্তির জোরে (Abhishek Banerjee gives a big message to party workers)।
সোমের বিকেলে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দুর্গাপুজো নিয়ে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে ব্যস্ত, ঠিক তখন ক্যামাক স্ট্রিটে সাংগাঠনিক বৈঠকে বসেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর সঙ্গে বৈঠক ছিল ঘাটাল, মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সাংগাঠনিক জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গে ৷ দলের মহাসচিব থাকাকালীন এই ঝাড়গ্রাম সাংগাঠনিক জেলা দেখতেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাঁর জেলযাত্রার কারণে এই জেলার সংগঠন ব্যাপক ধাক্কা খেয়েছিল। এদিন সেই জেলাকে নিয়ে বৈঠকে বসে বার্তা দিলেন অভিষেক ৷